এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করতে রাজ্যে আসছেন জাতীয় স্তরের অন্যতম শীর্ষনেতা

মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করতে রাজ্যে আসছেন জাতীয় স্তরের অন্যতম শীর্ষনেতা


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে রাজ্যে আসছেন জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। জানা গেছে, শুক্রবার রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে এই বৈঠকের আয়োজন হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রসঙ্গতঃ আসন্ন সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট গঠনের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়েছেন। সারা দেশে বিজেপি সরকারের অপশাসন রুখতেই মূলতঃ ফেডারেল ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। দেশের একাধিক আঞ্চলিক রাজনৈতিক দল সেই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। সেই দলগুলির মধ্যে জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স দলও তৃণমূল কংগ্রেস নেত্রীর প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছিল।

 

 

কিন্তু বর্তমানে জম্মু কাশ্মীর রাজ্যেও রাজ্যনৈতিক পরিবেশ উত্তপ্ত। সম্প্রতি সেখানে ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান বিরোধী দল সরকার গঠনকারী পিডিপি ওপর থেকে গেরুয়া শিবির সমর্থন প্রত্যাহার করে নেওয়ার ফলে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দলের নেত্রী মেহবুবা মুফতি পদত্যাগ করেন এবং মন্ত্রীসভা ভেঙে যায়। এই সব বিষয়ে নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

 

 

একাধিক বার তিনি বিজেপি দলের বিরোধীতা করে সওয়াল করেছেন। এখন জম্মু কাশ্মীর রাজ্যের সরকার ভেঙ্গে যাওয়ায় রাজ্যপালের শাসনাধীন রয়েছে রাজ্য। এমত অবস্থায় দেশের জাতীয় স্তরে রাজনৈতিক স্থিতি নিয়ে আসতে ফেডারেল ফ্রন্ট গঠন খুবই জরুরী বলে তিনি মনে করছেন।এদিন তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গে ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ওমর আবদুল্লাহর বৈঠক আসন্ন লোকসভা নির্বাচনে জোট গঠনের ক্ষেত্রে নতুন পথের দিশা দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!