এখন পড়ছেন
হোম > জাতীয় > “মমতা ব্যানার্জী দেবী, গোটা ভারতের মা”- তৃণমূলে ফিরতেই মমতা বন্দনায় মজলেন রাজীব

“মমতা ব্যানার্জী দেবী, গোটা ভারতের মা”- তৃণমূলে ফিরতেই মমতা বন্দনায় মজলেন রাজীব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শেষ পর্যন্ত জল্পনাই সত্যি বলে প্রমাণিত হলো। পদ্মের মায়া কাটিয়ে অবশেষে তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যে রাজীব বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে বারবার তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের শাসক দল তৃণমূলকে। সেই রাজীব বন্দ্যোপাধ্যায়ই আজ মমতা বন্দনায় মজলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি গোটা ভারতের মা বলে সম্বোধন করলেন।

তৃণমূলে যোগদান করার পর তিনি জানালেন, এক অভিমানে, একটা জেদের বশে, রাগের বশে হয়তো একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর এখনো মনে আছে যে, সেদিন দলনেত্রী তাঁকে দল ছাড়তে নিষেধ করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাকে আধঘন্টা ধরে বুঝিয়েছিলেন। আজকে তিনি লজ্জিত, অনুতপ্ত, নিজের ভুল স্বীকার করছেন। তিনি জানালেন, তাঁর বলতে দ্বিধা নেই, সেদিন যদি তাঁর নেতৃত্বর কথা শুনতেন, তাহলে তিনি আরো ভালোভাবে এগিয়ে যেতে পারতেন। তিনি অনুতপ্ত, তবে ভুল স্বীকার করলে কোন অসুবিধা নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন, সেদিন তাঁকে ভুল বোঝানো হয়েছিল। কিন্তু তখনও তিনি বলেছিলেন যে, তিনি মানুষের জন্য কাজ করতে চান। নানা রঙিন ছবি তাকে দেখানো হয়েছিল। বলা হয়েছিল, বাংলার উন্নয়ন যদি করতে পারে তাহলে তো একমাত্র বিজেপি, শিল্প হবে, বেকারদের চাকরি হবে। একথা তিনি আজ বলছেন, কারণ তিনি যে ভুল করেছিলেন, সেটা যেন অন্য কেউ না করেন। দেশের আর কেউ যেন এই ভুল না করেন। দুয়ারে সরকার প্রকল্প চালু হয়েছিল যখন, তখন তিনি মনে করেছিলেন ভোটের জন্য এই প্রকল্প হয়তো চালু করা হয়েছে। কিন্তু তিনি ভুল ছিলেন। ভোটের পর দুয়ারে সরকার চলছে, স্বাস্থ্য সাথী প্রকল্প চলছে।

রাজীব বন্দ্যোপাধ্যায় আরো জানান, চারিদিকে রোজি পিকচার দেখানো হয়েছিল। দলে ঢোকার আগে তাকে অনেক কথা বলা হয়েছিল। কিন্তু এগুলো আজ তিনি বলছেন এ কারণে, যাতে আর কেউ ভুল না করে। বলা হয়েছিল, সবকা সাথ, সবকা বিকাশ হবে, বিজেপি নেতাদের যদি সাহস থাকে, তবে তার সামনে এসে তারা বলুন। তিনি অনেকবার বলেছিলেন পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমাতে। কয়েকশো বার তিনি বলেছিলেন, কিন্তু তার কথা কেউ শোনেনি।

এভাবেই তৃণমূলে যোগ দেবার পর একদিকে মমতা স্তুতি, অন্যদিকে বিজেপিকে একেবারে তুলোধোনা করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর এই বিস্ফোরক বক্তব্যের জবাবে বিজেপির পক্ষ থেকে কি বক্তব্য রাখা হয়? সেদিকেই দৃষ্টি রয়েছে রাজনৈতিক মহলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!