এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘মমতা জি আতঙ্ক সৃষ্টি করতে চাইছেন রাজ্যে।’ বিস্ফোরক কৈলাশ

‘মমতা জি আতঙ্ক সৃষ্টি করতে চাইছেন রাজ্যে।’ বিস্ফোরক কৈলাশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বেজে গেছে রাজ্যের বিধানসভা ভোটের দামামা। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে পদ্ম ফুল ফোটাতে রাজ্যে বারবার আসছেন বিজেপির বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব। গতমাসেই পশ্চিমবঙ্গ সফর করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী সপ্তাহে আবার দু’দিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন এমন একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে বিজেপি সূত্রে। আর এবারের সফরে বোলপুর যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমন একটা সম্ভাবনাও আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বোলপুর যাবার আগে তার ব্যবস্থাপনা, পরিকল্পনা গ্রহণ করতে বোলপুরে বিজেপির দলীয় সাংগঠনিক আলোচনায় গিয়ে ছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেছেন তিনি।

বোলপুরে গিয়ে সাংগঠনিক বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সাধারন সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। কৈলাস বিজয়বর্গীয় অভিযোগ করেছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাইছেন। আতঙ্কের উপর নির্ভর করেই আবার রাজ্যের মসনদে বসার চেষ্টা করছেন তিনি। এর সঙ্গে সঙ্গে কৈলাস বিজয়বর্গীয় জানালেন যে, বাংলার সংস্কার ও সংস্কৃতিতে আতঙ্কের কোন স্থান নেই। এরপরই তিনি জানালেন যে, নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবে বিজেপি, মানুষ যাতে নির্ভয়ে ভোট দান করতে পারেন আগামী বিধানসভা নির্বাচনে। আগামী বিধানসভা নির্বাচনে নির্ভয়ে ভোটদান নিশ্চিত করতে এখন থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানাবেন তিনি।

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানানোর পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় জানালেন যে, আমাদের দেশের একটি সংবিধান আছে। যে সংবিধানে কেন্দ্র সরকারের ভূমিকা ও রাজ্য সরকারের ভূমিকার কথা জানানো হয়েছে। সংবিধানে নির্দেশ দেওয়া হয়েছে যে, কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই নিজেদের ভূমিকা সঠিক ভাবে পালন করতে। কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে বাংলা দেশের অংশ নয়, এটি সম্পূর্ণ আলাদা অংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরেই কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন এখানকার রাজা। তিনি যা চাইবেন সেটাই হবে, এমনি মনে করে থাকেন তিনি। কৈলাস বিজয়বর্গীয় অভিযোগ করেছেন যে, বাবাসাহেব আম্বেদকরের সংবিধান নিয়ে কোন লেনদেন নেই মুখ্যমন্ত্রীর। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। তিনি মনে করছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতের সংবিধানের ওপর কোনো আস্থাই নেই।

প্রসঙ্গত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে বক্তব্য রাখার পর সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য জানালেন যে, রাজ্যে এখন থেকে যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, তবে তাঁর কোন আপত্তি নেই। তবে সব কাজ যেন সংবিধান মেনেই করা হয়। তবে, এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বিজেপির বিরুদ্ধে পাল্টা অশান্তি ছড়ানোর অভিযোগ তুলেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!