এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতা-পিকের ম্যাজিক যুগলবন্দিকেই সামনে রেখে বিজেপিকে ‘রামধাক্কা’ প্রস্তুতি বৃহত্তর ক্ষেত্রে

মমতা-পিকের ম্যাজিক যুগলবন্দিকেই সামনে রেখে বিজেপিকে ‘রামধাক্কা’ প্রস্তুতি বৃহত্তর ক্ষেত্রে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের অভূতপূর্ব উত্থান দেশের একাধিক রাজ্যের বিজেপি বিরোধী দলগুলিকে যথেষ্ট উজ্জীবিত করেছে। উত্তরপ্রদেশের গত বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি একেবারে মুখ থুবড়ে পড়েছিল বিজেপির কাছে। কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয় দলকে উজ্জীবিত করেছে। তাই উত্তরপ্রদেশের আগামী বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের হাতে দলকে জেতাবার দায়িত্ব দিতে আগ্রহী সমাজবাদী পার্টি। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সামনে রেখে এগিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে এই দল।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয় ও এরপর উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে একাধিক জেলায় বিজেপির পরাজয় সমাজবাদী পার্টিকে যথেষ্ট উজ্জীবিত করেছে। আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোরকে ভোট কৌশলি হিসেবে নিযুক্ত করতে ইচ্ছুক সমাজবাদী পার্টি। আবার, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে উত্তরপ্রদেশের সমস্ত বিজেপি বিরোধী দলকে এক ছাতার তলায় আনার বিষয়েও চিন্তাভাবনা শুরু করেছে সমাজবাদী পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে ভোট কৌশলি হিসেবে প্রশান্ত কিশোরে কাজ করবেন কিনা? সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ, তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ভোট কৌশলী হয়ে তিনি আর কোন দলের জন্য কাজ করবেন না। প্রত্যক্ষভাবে এই ধরনের কাজের সঙ্গে তিনি আর যুক্ত হবেন না। তবে, তাঁর সংস্থা এই কাজ বন্ধ করবে না। অন্যদিকে সমাজবাদী পার্টির সহ-সভাপতি কিরণময় নন্দ সম্প্রতি জানিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এগিয়ে যেতে চান অখিলেশ যাদব।

এদিকে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর সমাজবাদী পার্টির সঙ্গে জোট করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে কংগ্রেস। ইতিপূর্বে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস। কিন্তু পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ও উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে পরাজয়ের পর থেকে নিজেদের এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কংগ্রেস।

এদিকে বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট করতে ইচ্ছুক নয় সমাজবাদী পার্টি। গত লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট করে বিজেপির কাছে হারের সম্মুখীন হতে হয়েছিল সমাজবাদী পার্টিকে। তাই এবার একদিকে প্রশান্ত কিশোর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগলবন্দীকে সঙ্গে রেখে বিজেপিকে বড়সড় ধাক্কা দেবার প্রস্তুতি নিয়েছে সমাজবাদী পার্টি। বিজেপির বেশ কিছু শক্তিশালী গড়ে পঞ্চায়েত ভোটে সমাজবাদী পার্টির অভাবনীয় সাফল্য দলকে আরও উজ্জীবিত করেছে। সমাজবাদী পার্টির দাবি, পঞ্চায়েত ভোটে বিজেপির এই পরাজয় আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পূর্ব সংকেত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!