এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার জনপ্রিয়তাই বাংলায় বিজেপিকে গোহারা হারাল? জল্পনা বাড়িয়ে মেনে নিচ্ছে খোদ সঙ্ঘ পরিবার?

মমতার জনপ্রিয়তাই বাংলায় বিজেপিকে গোহারা হারাল? জল্পনা বাড়িয়ে মেনে নিচ্ছে খোদ সঙ্ঘ পরিবার?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনে বিজেপির পরাজয়ের পর থেকেই পরাজয়ের কারণ অনুসন্ধান শুরু হয়েছে। পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে নানা দিক, নানা বিষয় উঠে আসছে। বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের জন্য একাধিক কারণকে দায়ী করেছে আরএসএস। বিজেপির শাখা সংগঠন আরএসএস এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার কারনেই বিজেপির এমন পরাজয় ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করবার মতো উপযুক্ত মুখ তুলে ধরতে পারেনি বিজেপি। যে কারণে নির্বাচনে পরাজয় ঘটেছে বিজেপির।

সম্প্রতি আরএসএসের মুখপত্রে একাধিক প্রবন্ধ প্রকাশ করে বিজেপির খারাপ ফলের কারণ ব্যাখ্যা করা হয়েছে। এক নিবন্ধে জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উচ্চতার সঙ্গে পাল্লা দিতে পারেনি বিজেপির রাজ্য স্তরের কোন নেতৃত্ব। প্রবন্ধে জানানো হয়েছে, তৃণমূল দল সম্পর্কে লোকের ধারণা খারাপ হলেও মানুষের মনে হয়েছে যে, এই দলের মাথায় আছেন একজন ভালো নেত্রী। এই ধারণাটি মানুষের মনে যথেষ্টভাবে কাজ করেছে।

বিজেপি সমর্থকদের মধ্যেও তৃণমূল নেত্রী সম্পর্কে ভালো ধারণা তৃণমূলের লড়াইকে অনেকটা সহজ করে দিয়েছে। বস্তুত, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয়তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্লা দিতে পারেনি বিজেপির কোন নেতৃত্বই। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর মতো জনপ্রিয় নেতৃত্ব বারবার রাজ্যে এলেও, মুখ্যমন্ত্রীর সঙ্গে পাল্লা দেওয়া বিজেপির পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। বিশেষত বাঙালিয়ানার বিষয়ে তৃণমূলের কাছে হার মানতে হয়েছে বিজেপিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য উপযুক্ত মুখের অভাব ছাড়াও একাধিক কারণকে দায়ী করা হয়েছে নির্বাচনে পরাজয়ের জন্য। কেন্দ্রীয় নেতৃত্ব বারবার এসেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করতে সক্ষম হয়নি। যা ভোটারদের মধ্যে একটি বিরূপ প্রভাব ফেলেছে বলেই, মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। এবার এই বিষয়ে একমত হতে দেখা গেল আরএসএসকে।

এছাড়া আরএসএস এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, যাদের বিরুদ্ধে লড়াই সেই দল থেকে বারবার লোক এনে ভুল করেছে বিজেপি। তৃণমূল থেকে বিজেপিতে যাদের আনা হয়েছে, তাঁদের কার্যকারিতা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। আবার বাম কংগ্রেস থেকে ৫ শতাংশ ভোট তৃণমূলের দিকে চলে যাওয়ায় বিজেপির প্রভূত ক্ষতি হয়েছে। এর সঙ্গে সঙ্গেই করোনা পরিস্থিতি বিজেপির বিরুদ্ধে বিরূপ প্রভাব ফেলেছে।

বঙ্গ জয় করতে সক্ষম না হলেও ৩ থেকে বেড়ে ৭৭ টি আসন লাভ ইতিবাচক বলেই বিজেপির পক্ষ থেকে প্রচার করা হয়েছে। কিন্তু আরএসএস এর পক্ষ থেকে বিজেপির এই দাবিকে বলে অতিশয়োক্তি বলে কটাক্ষ করা হয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দু বছর আগে লোকসভা নির্বাচনে বিজেপির যে ফল হয়েছিল, তার তুলনায় এবারের ফলাফল বিপর্যয়। বিজেপির বিপর্যয়ের জন্য সর্বাধিক দায়ী করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাল্লা দেবার মত কোন মুখে তুলে ধরতে না পারার ব্যর্থতাকে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এসেও এই শূন্যস্থান পূরণ করতে পারেন নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!