এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার মুখে মুকুলের প্রশংসা, পাল্টা দিলেন দিলীপ ঘোষ!

মমতার মুখে মুকুলের প্রশংসা, পাল্টা দিলেন দিলীপ ঘোষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রথম 2017 সালে তৃণমূল কংগ্রেসকে প্রবল ধাক্কা দিয়ে ঘাসফুল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন সেকেন্ড-ইন-কমান্ড তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত মুকুল রায়। তারপর মুকুল রায়ের হাত ধরে একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতা গেরুয়া শিবিরে যোগদান করতে শুরু করেছিলেন। বর্তমানে শুভেন্দু অধিকারীর মত হেভিওয়েট নেতা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন।

স্বাভাবিক ভাবেই নির্বাচনের মরসুমের একের পর এক নেতা বিজেপিতে যোগ দেওয়ার কারণে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও অস্বস্তিতে। আর এই পরিস্থিতিতে প্রচারে শেষ দিনে নন্দীগ্রামে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীর থেকে মুকুল রায় অনেক ভালো বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার এই মন্তব্যের পর রীতিমত গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

এমনকি বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়িয়ে দিতে মুকুল রায়কে নিজের জেলায় টিকিট না দিয়ে কৃষ্ণনগরে পাঠিয়ে বঞ্চিত করা হয়েছে বলেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কথা উঠে আসায় রীতিমত গুঞ্জন তৈরি হয়। আর এবার এই গোটা বিষয়ে মুখ খুলে তৃণমূল নেত্রীকে পাল্টা কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব দেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, “উনি তো মুকুলবাবুকে টিকিটই দেননি। আমরা তো তবু দিয়েছি। ক্ষমতা ও পরিস্থিতি অনুযায়ী ওনাকে ব্যবহার করা হচ্ছে।” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে মুকুল রায়কে বিজেপির পক্ষ থেকে টিকিট দেওয়া নিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ করেছিলেন। যার পরিপ্রেক্ষিতে মুকুল রায়কে নিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে পাল্টা মন্তব্য করে তৃণমূলের থাকার সময় মুকুল রায় টিকিট দেওয়া হয়নি কেন! সেই প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পর্যবেক্ষকরা বলছেন, বঙ্গ রাজনীতিতে মুকুল রায়কে চাণক্য বলে অভিহিত করেন সকলে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন তিনি। কিন্তু 2017 সালে সেই মুকুল রায় বিজেপিতে যোগদান করার পর তৃণমূলের অস্বস্তি ক্রমাগত বেড়েছে।

বর্তমানে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর তিনি কার্যত বিজেপির মুখ হয়ে উঠেছেন। এমনকি শুভেন্দুবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হয়ে তার অস্বস্তি প্রতিমুহূর্তে বাড়িয়ে দিচ্ছেন। আর এই পরিস্থিতিতে নন্দীগ্রামে প্রচার শেষের আগে জনসভা থেকে সেই মুকুল রায়ের প্রশংসা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌। তাকে টিকিট দেওয়ার কথা তুলে ধরে বঞ্চিত করেছে বলেও বুঝিয়ে দিতে চান তৃণমূল সুপ্রিমো।

আর এই পরিস্থিতিতে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, মুকুল রায়কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। সব মিলিয়ে তাকে নিয়ে যেভাবে তৃণমূল এবং বিজেপির মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে, তাতে মুকুলবাবুর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!