এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মমতার প্রশাসন ভোট পরবর্তী বাংলায় দিয়েছে প্রবল অশান্তি! ‘ব্যথিত’ রাজ্যপালের জন্মদিনা ‘না’!

মমতার প্রশাসন ভোট পরবর্তী বাংলায় দিয়েছে প্রবল অশান্তি! ‘ব্যথিত’ রাজ্যপালের জন্মদিনা ‘না’!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ১৮ ই মে, আজ জন্মদিন রাজ্যপাল জগদীপ ধনকরের। তবে, এবার জন্মদিন পালন করবেন না রাজ্যপাল জগদীপ ধনকর। অনাড়ম্বরভাবেই দিন কাটাতে চলেছেন রাজ্যপাল। জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করছেন না তিনি। কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ভোট-পরবর্তী বাংলায় দিয়েছে প্রবল অশান্তি, এমন অভিযোগ করেছেন রাজ্যপাল। বহু মানুষের দুঃখ-কষ্ট-যন্ত্রনায় ব্যথিত হয়ে জন্মদিন পালন করছেন না রাজ্যপাল। এর সঙ্গে সঙ্গে কোরোনার কারনেও জন্মদিন পালন থেকে সড়ে এসেছেন তিনি।

রাজ্যের ভোট-পরবর্তী হিংসাত্মক পরিস্থিতি নিয়ে রাজ্যপাল বারবার সরব হয়েছেন। রাজ্যের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য বারবার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পরই এ বিষয় নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে রাজ্যপালের অভিযোগ, বারবার জানানোর পরও সরকার থেকে কোন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। রাজ্যে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষদের অবস্থা দেখতে নিজেই এগিয়ে এসেছেন রাজ্যপাল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কোচবিহারে গিয়ে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের কাছে বহু মানুষ তাঁদের অভাব-অভিযোগের কথা জানিয়েছেন। আবার রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগানও উঠেছিল। এরপর নন্দীগ্রামে গিয়েছেন রাজ্যপাল। সেখানে গিয়ে মানুষের দুঃখ কষ্ট দেখে চোখের জল রোধ করতে পারেননি রাজ্যপাল। এমনকি আসামে চলে যাওয়া মানুষদের সঙ্গেও দেখা করেছেন রাজ্যপাল। তাদের বাড়ি ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন তিনি।

এই পরিস্থিতিতে মন খারাপ আছে রাজ্যপালের। তাই জন্মদিনে কোনরকম উৎসব অনুষ্ঠানের আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। টুইট করে রাজ্যপাল জানিয়েছেন, করোনা পরিস্থিতি ও ভোট-পরবর্তী অশান্তির কারণেই গত বছরের মতো এ বছরও নিজের জন্মদিন পালন করছেন না তিনি। প্রসঙ্গত, গতবছর করোনা সংক্রমনের কারণে জন্মদিন পালন করেনি রাজ্যপাল। তবে, এরমধ্যেই রাজ্যপালকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!