এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মান-অভিমানের পালা সঙ্গে করে অবশেষে বিজেপিতে মুকুলের জন্য খুলতে চলেছে বড়সড় পুরস্কারের ডালি?

মান-অভিমানের পালা সঙ্গে করে অবশেষে বিজেপিতে মুকুলের জন্য খুলতে চলেছে বড়সড় পুরস্কারের ডালি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –নানা জল্পনা কল্পনার পর এবার কি বিজেপিতে বড়সড় জায়গা পেতে চলেছেন মুকুল রায়? সূত্রের খবর, আগামী শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হতে পারে মুকুল রায়ের। আর সেখানেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দায়িত্ব পেতে পারেন বঙ্গ বিজেপির চাণক্য। বস্তুত, সম্প্রতি দিল্লি গিয়েও বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে ঠিকমত না থেকে কলকাতায় ফিরে এসেছেন মুকুল রায়।

আশঙ্কা করা হয়েছিল, বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই সেই বৈঠক ত্যাগ করেছেন তিনি। তবে কলকাতায় নেমে মুকুল রায় অবশ্য দাবি করেছিলেন, তার চোখের সমস্যার কারণে তিনি রাজ্যে ফিরে এসেছেন। তবে সম্প্রতি সংবাদমাধ্যমে খবর করা হয় যে, গত মার্চ মাস থেকেই তৃণমূলে প্রবেশের জন্য মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে চলেছেন। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশিত হওয়ার পর মুকুল রায়ের বর্তমান গতিবিধি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা ছড়ায়। তাহলে কি সত্যি সত্যিই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে মুকুল রায়ের?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে দাবি করেছেন, লোকসভা নির্বাচনের আগে থেকে তৃণমূলের নানা হেভিওয়েট নেতা, সাংসদদের গেরুয়া শিবিরে যোগদান করিয়েছেন তিনি। এমনকি লোকসভা নির্বাচনে 18 টি আসন পাওয়ার পেছনে মুকুল রায়ের অবদান অনস্বীকার্য। সেদিক থেকে মুকুলবাবু তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে বিজেপিকে এত সাফল্য পাইয়ে দিলেও, সেভাবে তিনি দলে কোনো গুরুত্ব পাননি।

বারবার তার অনুগামীরা আশায় থেকেছেন, মুকুল রায় হয়ত বা এবার দলের কোনো গুরুত্বপূর্ণ জায়গা পাবেন। কিন্তু বারবারই দিল্লি গিয়ে খালি হাতে ফিরে আসতে হয়েছে বঙ্গ বিজেপির চাণক্য। আর এই পরিস্থিতিতে তিনি বিজেপিতে কিছুটা চাপে রাখতেই কৌশল গ্রহণ করছেন বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাই এমতাবস্থায় মুকুল রায়ের বড়সড় পদ পাওয়ার সম্ভাবনা খবর পাওয়া যাচ্ছে।

জানা গেছে, মুকুল রায় এবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি হতে চলেছেন। আর দীর্ঘ প্রতীক্ষিত এই ব্যাপারটি যদি মুকুল রায়ের জন্য অমিত শাহের তরফ থেকে উপহার হিসেবে দেওয়া হয়, তাহলে বাংলার বিধানসভা নির্বাচনের আগে মুকুল রায়ের গুরুত্ব যে বিজেপির কাছে অনেকটাই বাড়তে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে এখন আগামী শুক্রবার মুকুল রায়ের দিল্লি সফর এবং তার পরিপ্রেক্ষিতে বড়সড় কোনো পদ নিয়ে রাজ্যে ফিরে আসা কতটা চমকপ্রদ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!