এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মান-অভিমানের পালা সাঙ্গ! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া হেভিওয়েট নেতাদের কাছে টানা শুরু

মান-অভিমানের পালা সাঙ্গ! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া হেভিওয়েট নেতাদের কাছে টানা শুরু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এককালে যারা তৃণমূলের হয়ে গলা ফাটিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন, সেই সমস্ত অনেক নেতাই এখন গেরুয়া শিবিরে। কিছুদিন আগেই আলিপুরদুয়ার পৌরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্ত, জেলা তৃণমূলের সহ-সভাপতি অভিজিৎ মজুমদার এবং জেলা তৃণমূলের চেয়ারম্যান দশরথ তিরকি যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। আর তারা বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই বিজেপির আলিপুরদুয়ার জেলার নেতারা এই ব্যাপারে আপত্তি জানাতে শুরু করেছিলেন। তবে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল, এখন বাছবিচার করলে চলবে না। সবাইকে নিয়েই পথ চলতে হবে।

আর রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এই বার্তা পাওয়ার পরেই এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া আলিপুরদুয়ারের তিন নবাগতকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলা বিজেপি নেতৃত্ব। তবে তিনজন নেতার মধ্যে দুজন নেতা এই সংবর্ধনা গ্রহণ করেছেন। জানা যায়, এদিন আলিপুরদুয়ার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্ত এবং জেলা তৃণমূলের প্রাক্তন সহ-সভাপতি অভিজিৎ মজুমদারকে সংবর্ধনা দেন আলিপুরদুয়ার জেলা বিজেপি নেতৃত্ব। তবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়নি দশরথ তিরকিকে।

এখানেই একাংশ প্রশ্ন করছেন, তাহলে কি এই নেতাদের নিয়ে যে আপত্তি তৈরি হয়েছিল, তা এখন ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল! প্রসঙ্গত উল্লেখ্য, এই আলিপুরদুয়ার জেলার তিন তৃণমূল নেতা অমিত শাহের সভা থেকে বিজেপিতে যোগদান করার পরেই ক্ষোভ উগরে দেন জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। প্রকাশ্যে তিনি দাবি করেন, যারা বাইরে গিয়ে রাজনীতি করছেন, তাদের বাইরেই রাজনীতি করতে হবে।

আর দলবিরোধী এই ধরনের মন্তব্য করার জন্য সেই জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মাকে শোকজ করে রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে এর পরবর্তীতে সেই শোকজের উত্তর দেন গঙ্গাপ্রসাদবাবু। আর এবার সুর নরম করে তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের সংবর্ধনা দিতে দেখা গেল জেলা বিজেপি নেতৃত্বকে। তবে এই সংবর্ধনা অনুষ্ঠানে দশরথবাবুর মত নেতার অনুপস্থিতিতে কেন্দ্র করেও তৈরি হয়েছে জল্পনা।

এদিন আশিসবাবু এবং অভিজিৎবাবুকে জেলা বিজেপির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। আর সংবর্ধনা নেওয়ার পরই তৃণমূল থেকে আসা আশিস দত্ত বলেন, “তৃণমূল কংগ্রেস পচে গিয়েছে। তাই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছি।” কিন্তু এই সমস্ত নেতাদের নিয়ে কিছুদিন আগে যে আপত্তি তৈরি হয়েছিল, তা কি মিটে গেল! এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “ভোটে জিততে হবে। আর ভোটে যদি জিততে চাই, তাহলে এখন থেকে নিজের বুথকে মজবুত করতে হবে।তাই বুথের সংগঠন শক্তিশালী করুন। বুথ মজবুত করার সঙ্গে সঙ্গে মানুষের কাছে যান।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এই অনুষ্ঠানে কেন দশরথ তিরকি উপস্থিত থাকলেন না! এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি বলেন, “দশরথবাবুর সঙ্গে কথা হয়েছে। তিনি কলকাতায় আছেন। জেলায় ফিরলে তাকেও সংবর্ধনা দেওয়া হবে।” বিশ্লেষকরা বলছেন, ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে, যারা দলে আসতে চান, তাদেরকে গ্রহণ করতে হবে। এক্ষেত্রে কারও বিরুদ্ধে মুখ খোলা যাবে না। কেননা রাজ্যে যদি পরিবর্তন করতে হয় এবং দলকে যদি ক্ষমতায় বসাতে হয়, তাহলে সকলকে নিয়ে পথ চলতে হবে।

আর এই পরিস্থিতিতে কিছুদিন আগেই আলিপুরদুয়ার জেলা থেকে তিন তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করার সাথে সাথেই জেলা বিজেপির অনেকে নেতাদের গলায় সেই ব্যাপারে আপত্তি শোনা গিয়েছিল। কিন্তু রাজ্য নেতৃত্ব এই ব্যাপারে কড়া বার্তা দেওয়ার পরই সেই সমস্ত নেতাদের সংবর্ধনা দিয়ে ঐক্যবদ্ধভাবে পথ চলার বার্তা দিল জেলা বিজেপি নেতৃত্ব বলে মত বিশ্লেষকদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!