এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > এবার মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার প্রভাবশালী বিজেপি নেতা! থানা ঘেরাওয়ের উত্তাল রাজ্য-রাজনীতি

এবার মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার প্রভাবশালী বিজেপি নেতা! থানা ঘেরাওয়ের উত্তাল রাজ্য-রাজনীতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষন সহ একাধিক অভিযোগ তুলে সরব হচ্ছে বিরোধী দল বিজেপি। কিন্তু বিজেপির বিরুদ্ধে যে মানবপাচার চক্রের মত ভয়াবহ অভিযোগ উঠবে, তা সত্যিই কল্পনা করা যায়নি। সূত্রের খবর, এবার মানব পাচার চক্রে যুক্ত থাকার কারণে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাজেন্দ্র সাহাকে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, গত 23 জুলাই গোপালপুরের মুন্সিঘেরিতে বিজেপি সমর্থকের স্ত্রীকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে তৃণমূল নেতাদের বিরুদ্ধে।

যদিও বা মেডিকেল টেস্টে ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে গোটা ঘটনায় থানায় অভিযোগ তোলার পাশাপাশি অভিযুক্তদের শাস্তির দাবিতে আন্দোলন গড়ে তোলে বিজেপি। যেখানে পুলিশের বিরুদ্ধে সরব হন বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক রাজেন্দ্র সাহা। কিন্তু এবার সেই রাজেন্দ্র সাহার বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ। যেখানে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে এই রাজেন্দ্রবাবুকে মানব পাচার চক্রের অভিযোগের কারণে গ্রেপ্তার করা হলেও, এই ব্যাপারে অন্য যুক্তি দিচ্ছেন বিজেপি নেতা কর্মীরা। তাদের দাবি, আসলে রাজেন্দ্রবাবু দলের সহকর্মীর স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদ করাতেই তাকে গ্রেপ্তার করা হল। এই ব্যাপারে সেই বিজেপি নেতার মুক্তির দাবিতে আন্দোলনে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে অবস্থান বিক্ষোভে অংশ নেওয়া বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, “হাড়োয়ায় বিজেপি করার অপরাধে এক গৃহবধূর ওপর নৃশংস অত্যাচার করা হয়েছে। অভিযুক্ত তৃণমূল নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু আমাদের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। বসিরহাট মহকুমায় আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। সন্ত্রাসের রাজত্ব চলছে। পুলিশ তৃণমূলের গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে।” তাহলে কি সত্যি সত্যিই সেই বিজেপি নেতা ধর্ষণের প্রতিবাদ করাতেই তাকে চাপে ফেলতে মানবপাচার চক্রের অভিযোগ তুলে পুলিশ তার কণ্ঠরোধ করার জন্য তাকে গ্রেপ্তার করেছে?

বিজেপির তোলা এই অভিযোগ কতটা সত্যি? এদিন এই প্রসঙ্গে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কটাক্ষ করেছেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, “রাজেন্দ্র সাহার নামে একাধিক থানায় একাধিক অভিযোগ রয়েছে। অস্ত্রোপাচার, গরু পাচার, মানুষ পাচার সহ বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত। আইন আইনের পথেই চলবে। নেতা বলে তো কেউ ছাড় পাবেন না। তাছাড়া হাড়োয়া গণধর্ষণের অভিযোগ যে সাজানো নাটক, তা দিনের আলোর মত পরিষ্কার হয়ে গিয়েছে।”

বিশেষজ্ঞরা বলছেন, গোটা ঘটনা কতটা সত্যি, কতটা মিথ্যা, তা তদন্তেই প্রমাণিত হয়ে যাবে। কিন্তু যেভাবে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতার বিরুদ্ধে মানবপাচার চক্রের অভিযোগ তুলে তাকে গ্রেফতার করল পুলিশ, তাতে শাসক-বিরোধী তরজা বসিরহাটে ক্রমশ বাড়তে শুরু করেছে। আর বিধানসভা নির্বাচনের আগে এভাবে যদি এই তরজা যদি বাড়তে শুরু করে, তাহলে তা ভবিষ্যতে ভয়ঙ্কর আকার নেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!