এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মন্দাক্রান্তা সেন বিতর্কে নয়া মোর, বিজেপি-বিতর্কে জল্পনা বাড়িয়ে থানায় গেলেন কবি

মন্দাক্রান্তা সেন বিতর্কে নয়া মোর, বিজেপি-বিতর্কে জল্পনা বাড়িয়ে থানায় গেলেন কবি


এতদিন তাঁকে ঘিরে চলছিল তীব্র সমালোচনা। তিনি কবি মন্দাক্রান্তা সেন। সম্প্রতি সোস্যাল মিডিয়ায় তাঁর একটি পোষ্ট ঘিরে  বিতর্ক  শুরু হয়। বিজেপি বিরোধী সেই পোষ্টে দলের শীর্ষ সারির সকল নেতাকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে। গোটা ঘটনা অন্য দিকে মোড় নেয় যখন কবি নিজেই থানায় গিয়ে, এফআইআর করে এই ঘটনায় তাঁর কোনো ভূমিকা নেই বলে জানান। মন্দাক্রান্তা সেন’র বয়ান অনুসারে জানা যায়, ৩০ জুন

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই প্রসঙ্গে প্রথম জানতে পারেন তিনি। সম্পূর্ণ ঘটনা যার বা যাদের মতিষ্কপ্রসূত তাদের শাস্তির দাবি জানিয়েছেন মন্দাক্রান্তা। তাঁর দাবি, ঘটনায় তাঁর নাম জড়ানোর আগেই এই পোষ্ট সোস্যাল মিডিয়ায় এসেছিল। তাঁর সামাজিক পরিচিতি এবং ভাবমূর্তি নষ্ট করতেই কিছু লোক এই কাজ করেছে বলে মনে করেন তিনি। নিজের দেওয়া বিবৃতিতে গেরুয়া শিবির বিরোধী একটি শব্দও উচ্চারণ করেননি প্রতিভাবান এই কবি। যেহেতু এই পোষ্ট করার ব্যাপারে অস্বীকার করার পর প্রশ্ন উঠেছে পোষ্টে করা মন্তব্য তাঁর মত কী? যদিও এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন কবি মন্দাক্রান্তা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!