এখন পড়ছেন
হোম > জাতীয় > মন্দির সম্প্রসারণের জন্য জমিদান মসজিদ কর্তৃপক্ষের, সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

মন্দির সম্প্রসারণের জন্য জমিদান মসজিদ কর্তৃপক্ষের, সাম্প্রদায়িক সম্প্রীতির নজির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কাশী বিশ্বনাথ মন্দিরের সম্প্রসারণের জন্য জমিদান করল জ্ঞানবাপী মসজিদ কর্তৃপক্ষ। পরিবর্তে মসজিদ কর্তৃপক্ষকে দেওয়া হলো জমি। জ্ঞানবাপী মসজিদ কতৃপক্ষের তরফ থেকে কাশী বিশ্বনাথ মন্দির কমিটিকে ১৭০০ বর্গফুট জমি দেওয়া হয়েছে। যে জমিটি মসজিদ থেকে ১৫০০ মিটার দূরে রয়েছে। অন্যদিকে মসজিদ কর্তৃপক্ষকে দেয়া হয়েছে ১০০০ বর্গফুট জমি। তবে জানা গেছে, দুটি জমির বাজার মূল্য সমানই রয়েছে।

প্রসঙ্গত, যে সময় বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। সে সময় পুলিশ কন্ট্রোল রুম বানানোর জন্য মন্দির ট্রাস্টকে কিছুটা জমি লিজ দেয়া হয়েছিল। এই জমিটি জ্ঞানবাপী মসজিদ কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করে বিশ্বনাথ মন্দির কর্তৃপক্ষ। এবার এই জমি ছেড়ে দেয়া হলো মন্দির কর্তৃপক্ষকে। জানা গেছে, বিশ্বনাথ মন্দিরের টেম্পল করিডর প্রজেক্টে এই জমি ব্যবহার করা হবে। এ প্রসঙ্গে জ্ঞানবাপী মসজিদের কেয়ারটেকার এস এম ইয়াসিন জানালেন যে, মন্দিরকে যে জমি ছেড়ে দেয়া হয়েছে। তা মসজিদের মূল অংশ থেকে বিচ্ছিন্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জ্ঞানবাপী মসজিদের তিন টুকরো জমি ছিল। যার মধ্যে একটি অংশে রয়েছে মূল মসজিদ। অপর একটি অংশে রয়েছে দুটি উপাসনা স্থলে যাবার যাতায়াতের জায়গা। তৃতীয় অংশে বাবরি মসজিদ ধ্বংস হবার এক বছর পরে নিরাপত্তাজনিত কারণে চুক্তির ভিত্তিতে দেওয়া হয়েছিল। এখানে পুলিশ কন্ট্রোল রুম বসানো হয়। দু’বছর আগে বিশ্বনাথ মন্দির কর্তৃপক্ষ এই জমিটি চেয়েছিল। চলতি মাসের ৮ তারিখ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় মসজিদ কর্তৃপক্ষ।

আবার, এ প্রসঙ্গে কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান আধিকারিক সুনীল বর্মা জানিয়েছেন যে, যে জমিটি মন্দিরকে দেয়া হয়েছে তা মসজিদের কাজে লাগত না। আবার এই জমি কিনে নেওয়াও যাবে না। তাই তা অদলবদল করে নেয়া হয়েছে। এটা পরিমাণের ভিত্তিতে নয়, মূল্যের ভিত্তিতে করা হয়েছে। প্রসঙ্গত, কাশী বিশ্বনাথ মন্দির ও জ্ঞানবাপী মসজিদ পাশাপাশি রয়েছে।

ইতিহাসের পাতায় রয়েছে, মোগল সম্রাট ঔরঙ্গজেব একসময় কাশী বিশ্বনাথ মন্দির ভেঙে জ্ঞানবাপী মসজিদ তৈরি করেছিলেন। তাই এই মসজিদের জমি মন্দিরকে ফিরিয়ে দেওয়ার দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী বিজয়শঙ্কর র‌স্তোগী আজ থেকে প্রায় ৩০ বছর আগে। বহু সময় পর এই দাবির বাস্তবতা খতিয়ে দেখতে গত এপ্রিল মাসে বারাণসীর ফাস্ট ট্র্যাক কোর্ট পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ বিভাগকে নির্দেশ দিয়েছে। এজন্য ২ জন মুসলমান সদস্য সহ ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে আদালতের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!