এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভিনরাজ্যের নার্সদের বাংলা ছাড়া নিয়ে মমতার দিকে আঙুল তুলে বিস্ফোরক অভিযোগ মনিপুরের!

ভিনরাজ্যের নার্সদের বাংলা ছাড়া নিয়ে মমতার দিকে আঙুল তুলে বিস্ফোরক অভিযোগ মনিপুরের!


লকডাউন থাকা সত্বেও গোটা দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গোটা দেশের চিকিৎসক, নার্সরা নিজেদের জীবন বাজি রেখে সেবা করে চলেছেন এই করোনা আক্রান্ত রোগীদের। ফলত আক্রান্ত হচ্ছেন নিজেরাও। এমনই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ থেকে মনিপুর ফিরে গেলেন বহু নার্স। এমনকি সূত্রের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে মনিপুর সহ অন্যান্য রাজ্যে ফিরেছেন প্রায় ৩৫০ নার্স। বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে বিশেষজ্ঞ মহলে।

আর এই ঘটনার পরেই অভিযোগ উঠছিল, নার্সদের কর্তব্যের মধ্যেই পরে সেবা। এখন যখন করোনা আবহে তাঁদের দরকার, তখন কেন সেই কর্তব্যের জায়গা থেকে তাঁরা পালাচ্ছেন? কেন ছাড়ছেন বাংলা? এমনকি, কোনো কোনো মহল থেকে এর পিছনে রাজনীতি যোগেরও বিস্ফোরক অভিযোগ করা হয়। স্বাভাবিকভাবেই এই বিতর্কের দায় গিয়ে পড়ছিল মনিপুর সরকারের উপর।

আর এবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এ বিষয়ে স্পষ্ট প্রতিক্রিয়া দিয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। জানা গেছে এদিন মণিপুরের মুখ্যমন্ত্রী জানান, মণিপুরী নার্স এবং চিকিৎসকদের নিয়ে মনিপুর সরকার গর্বিত। কিন্তু তাদের নিজেদের রাজ্যে ফেরার জন্য কোনোভাবেই দায়ী নয় মনিপুর সরকার। কিন্তু, তাহলে কেন ফিরে যাচ্ছেন এই চিকিৎসা কর্মীরা? আর এখানেই প্রশ্ন উঠছে, মনিপুর সরকার যদি কোনো নির্দেশ না দিয়ে থাকে তাহলে এই নার্সদের ভিন রাজ্যে ফেরার জন্য ‘ট্রানজিট পাশ’-এর ব্যবস্থা করেছে কে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত মণিপুরের মুখ্যমন্ত্রী একটি ভিডিও বার্তা পাঠান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। জানা গেছে সেখানে তিনি বলেন, ”নার্স, চিকিত্‍সকেরা যদি স্বচ্ছন্দ না-হন, আমি ভিন‌ রাজ্যে তাঁদের কাজ করতে বাধ্য করাতে পারি না। এটা পুরোপুরি তাঁদের নিজেদের সিদ্ধান্ত।” সূত্রের খবর অনুযায়ী এদিন ভিডিও বার্তায় তিনি বলেন কোনো নার্স এবং চিকিৎসা কর্মীকে মনিপুর প্রশাসনের তরফ থেকে রাজ্যে ফেরার কথা বলা হয় নি। এবিষয়ে কোনোভাবেই মনিপুর রাজ্য সরকার জড়িত নয় বলেই তিনি জানিয়েছেন।

জানা গেছে এদিন এন বীরেন সিং আরও বলেন, কোনো স্বাস্থ্যকর্মীকে যেমন রাজ্যে ফেরার নির্দেশ দেওয়া হয় নি তেমনই ফের ভিন রাজ্যে গিয়ে কাজ করার বিষয় কোনো রকমের কথা তাদের বলা হবে না। মণিপুরের মুখ্যমন্ত্রীর কথায়, মনিপুর সরকার এখনও পর্যন্ত নার্স এবং চিকিৎসকদের উদ্দেশ্যে রাজ্যে ফেরার কোনো রকমের ‘অ্যাডভাইসারি’ বা নির্দেশিকা জারি করে নি এমনটাই সূত্রের খবর।

আর এখানেই শুরু হয়েছে তীব্র বিতর্ক! বিশেষজ্ঞ মহলের প্রশ্ন, তাহলে তো মনিপুরে মুখ্যমন্ত্রী ঘুরিয়ে বলেই দিলেন যে, বাংলায় স্বাস্থ্যকর্মী বা ডাক্তাররা স্বচ্ছন্দ নন! আর তাই তাঁরা বাংলা ছাড়তে চাইছেন! ফলে মনিপুরের মুখ্যমন্ত্রী এককথায় সোজাসুজি বাংলার মুখ্যমন্ত্রীকেই আক্রমণ করছেন, কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার স্বাস্থ্যমন্ত্রী পদে আছেন। যার ফলে, এবার নতুন করে বিতর্ক শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। করোনা আবহে নার্সদের ভিন রাজ্যে ফিরে যাওয়ার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ দিকে বাঁক নিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!