এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মনীশ শুক্লার বাড়িতে কবে যাবেন? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন তুললেন বিজেপি নেতা

মনীশ শুক্লার বাড়িতে কবে যাবেন? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন তুললেন বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি টিটাগড়ের বিজেপি নেতা মনীশ শুক্ল খুনের ঘটনায় উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। আর এই পরিস্থিতিতে মৃত সেই বিজেপি নেতার বাড়িতে কবে মুখ্যমন্ত্রী দেখা করতে যাবেন, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। বিজেপি প্রশ্ন, বর্তমানে উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে।

প্রতিনিধি দলকে সেখানে পাঠিয়েছে। কিন্তু কেন ব্যারাকপুরের বিজেপি নেতা গুলিবিদ্ধ হওয়ার পর সেখানে গেল না তৃনমূল কংগ্রেসের কোনো নেতা! স্বভাবতই বিজেপির পক্ষ থেকে এখন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এবং দলের দিকে এই রকম অভিযোগ করায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার বিজেপি নেতা মনীশ শুক্ল খুন হন। আর তারপর থেকেই তৃনমূল এবং পুলিশের মদতে খুন করা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি। যদিও বা প্রথম থেকেই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। কিন্তু এর মাঝে হঠাৎ করে হাথরাসের ঘটনায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃনমূল কংগ্রেসকে প্রশ্ন বিদ্ধ করেন বিজেপির জাতীয় মুখপাত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “মনির শুক্লার বাড়িতে কবে যাবেন মুখ্যমন্ত্রী? হাথরাসে প্রতিনিধিদল পাঠাচ্ছেন। টিটাগড়ে মনীশ শুক্লের বাড়িতে প্রতিনিধিদের কবে পাঠাবেন? রাজ্যজুড়ে গুন্ডাদের হাতে বিজেপির কার্যকর্তা খুন হচ্ছেন। রাজ্যের বাইরে কিছু ঘটলে সেখানে যাচ্ছেন। অথচ তার রাজ্যের একের পর এক ঘটনা ঘটলেও তারা নীরব।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, টিটাগড়ের এই বিজেপি নেতা খুনের পর বিষয়টি নতুন করে ময়দানে নামতে শুরু করেছে। যেখানে তৃণমূলের দিকে এবং রাজ্যের পুলিশ প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলে সরব হচ্ছে তারা। আর এবার উত্তরপ্রদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল সেখানে তাদের প্রতিনিধি দল পাঠালেও কেন নিজের রাজ্যে বিজেপির একজন নেতা খুন হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সেখানে যাচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরম্বনায় ফেলে দিলেন বিজেপির জাতীয় মুখপাত্র। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে অনেকটাই চাপে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!