এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মণীশ শুক্ল কাণ্ডে ক্রমশ জোট বাড়ছে, রাজ্যপালের ডাকে সারা নেই রাজ্য সরকারের, জোর শোরগোল !

মণীশ শুক্ল কাণ্ডে ক্রমশ জোট বাড়ছে, রাজ্যপালের ডাকে সারা নেই রাজ্য সরকারের, জোর শোরগোল !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য রাজনীতিতে আবারও জোরদার উথাল পাতাল। সম্প্রতি ব্যারাকপুর লোকসভার টিটাগড় অঞ্চলে খুন হন বিজেপি সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা মনীশ শুক্ল। আর তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। অন্যদিকে দীর্ঘদিন ধরেই রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্য প্রশাসন তথা শাসক দলের বিরুদ্ধে প্রশ্ন তুলে চলেছেন একইভাবে। এই ঘটনায় সরব হয়েছেন রাজ্যপালও। ইতিমধ্যে বিভিন্ন ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলেছেন রাজ্যপাল এর আগেও।

এবারও সেই একই অভিযোগে বিদ্ধ করলেন তিনি রাজ্য প্রশাসনকে। বিজেপি নেতা হত্যার ঘটনায় ইতিমধ্যেই তিনি গতকাল রাজভবনে আসার ডাক দিয়েছিলেন ডিজি ও অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে। কিন্তু দেখা গেছে, আজকে সকাল পর্যন্ত রাজ্য সরকার বা অন্য কেউ তাঁর ডাকে কোন রকম সাড়া দেয়নি। সোমবার সকাল দশটায় স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে ডেকে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু স্বরাষ্ট্রসচিব রামকৃষ্ণ দ্বিবেদী এবং ডিজিপি বীরেন্দ্র রাজভবনে তো যানইনি এবং এ নিয়ে কোনো মন্তব্যও করেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রবিবার রাত পৌনে এগারটা নাগাদ তিনি রাজ্যপাল জগদীপ ধনকর টুইট করে বলেন, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছেন। কিন্তু সেখানেও তিনি কোনো সাড়া পাননি বলে জানা গিয়েছে। সকাল দশটা অবধি দেখার পর রাজ্যপাল জগদীপ ধনকর যখন দেখেন তার সঙ্গে কেউ দেখা করতে এলেন না এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি কথা বলার জন্য। তখন তিনি পরের পর টুইট করতে শুরু করেন এবং নিজের তীব্র ক্ষোভ প্রকাশ করেন। রাজ্যপাল জগদীপ ধনকর এদিন বলেন, সাংবিধানিক প্রধান সতর্ক করা সত্বেও বারবার রাজ্যে রাজনৈতিক হত্যা হয়ে চলেছে।

অন্যদিকে মনীশ শুক্লা খুনের ঘটনায় গেরুয়া শিবিরের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে এবং এই ঘটনার দায় পুরোপুরি চাপানো হয়েছে তৃণমূলের ঘাড়ে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তৃণমূল দুষ্কৃতীরাই হত্যা করেছে জনপ্রিয় বিজেপি নেতা মনীশ শুক্লাকে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ পুরোপুরি নস্যাৎ করা হয়েছে। তবে রাজ্যপালের ডাক যেভাবে উপেক্ষা করল তৃণমূল সরকার, তা নিয়ে নতুন টানাপোড়েন শুরু হতে চলেছে বাংলার রাজনীতিতে। সে বিষয়ে একমত বাংলার রাজনৈতিক শিবির। রাজ্য প্রশাসন এবং রাজ্যপালের সঙ্গে আবারও একটি নতুন ইস্যুতে সংঘাত সামনে আসতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!