এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কি কারণে মনমোহন হয়েছিলেন প্রধানমন্ত্রী, সামনে এলো বিস্ফোরক তথ্য!

কি কারণে মনমোহন হয়েছিলেন প্রধানমন্ত্রী, সামনে এলো বিস্ফোরক তথ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- বারাক ওবামা, নামটি সম্ভবত আলাদা করে পরিচয় করানোর প্রয়োজন রাখে না। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ওবামা দুটি খণ্ডের একটি বই লিখেছিলেন। ‘আ প্রমিসড ল্যান্ড’ নামক যে বইটির দুটি খন্ডের মধ্যে এটিই প্রথমটি চলতি মাসের ১লা তারিখে প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। আর সেখানেই দেশের কংগ্রেস নেতৃত্বের সম্পর্কে কিছু বিস্ফোরক তথ্য উঠে এসেছে বলেই দাবি করেছেন বিশ্লেষকরা।

২০১১ সালে ওসামা বিন লাদেন হত্যার ঘটনা নিয়ে শেষ হওয়া বইটির প্রথম খণ্ড প্রকাশের ঘোষণার পরে একটি টুইটের মাধ্যমে তিনি জানিয়েছেন, তাঁর রাষ্ট্রপতি হওয়ার জন্য এটি একটি সৎ হিসাবরক্ষক হিসেবে বিবেচিত। জাতি হিসাবে যে শক্তিকে আমরা দখল করি, এবং কীভাবে আমরা আমাদের বিভাজনগুলি নিরাময় করতে পারি এবং গণতন্ত্রকে সকলের পক্ষে কাজ করতে পারি তার লক্ষ্য রেখেই তিনি বইটি লিখেছেন বলে জানিয়েছিলেন।

আর এখানেই ভারতের রাজনীতিতে মনমোহন সিংহকে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরার ক্ষেত্রে তিনি নিজের মত প্রকাশ করেছেন। যেখানে তাঁকে বলতে দেখা গেছে, সোনিয়া গান্ধী নাকি রাহুলের পথ নিষ্কণ্টক করার উদ্দেশ্যেই মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করেছিলেন। শুধু তাই নয়, সেইসঙ্গে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে আরও দুটি কারণ ছিল বলেই জানিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ওবামার মতে, মনমোহন একজন শিখ এবং সেইসঙ্গে জাতীয় রাজনীতিতে তাঁর তেমন প্রভাব ছিল না। তবে তাঁর পাণ্ডিত্য এবং সৌজন্যবোধের প্রশংসা করতে দেখা গেছে বারাক ওবামাকে। তাঁর মতে এমন পাণ্ডিত্য এবং সৌজন্যবোধ সচরাচর দেখা যায় না বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে, ১০ নম্বর জনপথ মনমোহন সিংকে কিভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করতে গিয়ে ওবামাকে একটি আলাপচারিতার প্রসঙ্গ তুলতে দেখা গেছে।

তাঁর কথায়, মার্কিন প্রেসিডেন্ট থাকা কালীন ভারতে এসে তিনি যখন মনমোহন সিংয়ের সঙ্গে একটি ডিনারের বৈঠক করেন, তখন সেই বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীও ছিলেন। সেই সময় তিনি লক্ষ্য করেছিলেন, শ্রোতার ভূমিকাতে থাকতেই নাকি বিশেষ পছন্দ করতেন সোনিয়া গান্ধী। তবে মনমোহন সিং কোনো কথা তুলতে গেলেই সোনিয়া গান্ধী তা থামিয়ে দিতেন বলেও জানান তিনি।

তাঁর উদ্দেশ্য যে পুরো আলোচনাটাকে রাহুলের দিকে ঘুরিয়ে দেওয়া ছিল, সেটাই মনে করেছেন ওবামা। সেইসঙ্গে ভারতের অর্থনৈতিক সংস্কারের জন্য মনমোহন সিংয়ের প্রশংসা করতে দেখা গেছে তাঁকে। তিনি মনমোহন সিংকে ভারতের অর্থনৈতিক সংস্কারের পুরোধা বলেই জানিয়েছেন। তবে এরই মধ্যে মনমোহন সিংয়ের মেয়াদ শেষ হলে, ক্ষমতা ভ রাহুলের হাতে তুলে দেওয়া গিয়েছে কিনা এবং সোনিয়া গান্ধীর স্বপ্ন সফল হয়েছে কিনা, সেই প্রশ্নও তুলতে দেখা গেছে তাঁকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!