এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > লক্ষ লক্ষ টাকা জালিয়াতির দায়ে গ্রেপ্তার প্রয়াত মান্নান হোসেনের নিরাপত্তারক্ষী কনস্টেবল

লক্ষ লক্ষ টাকা জালিয়াতির দায়ে গ্রেপ্তার প্রয়াত মান্নান হোসেনের নিরাপত্তারক্ষী কনস্টেবল


তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি সদ্যপ্রয়াত মান্নান হোসেনের নিরাপত্তারক্ষীর কাজ করে আসা বছর আটত্রিশের কনস্টেবল রাজু মণ্ডলকে পাস্টপোর্ট জাল করার অভিযোগে গ্রেফতার করল পুলিশ। ওই রক্ষীকে সোমবার পুলিশ গ্রেফতার করে বহরমপুর আদালতে তোলেন। গত ১৪ বছর ধরে তিনি পুলিশে কাজ করছেন, গত কয়েক বছর ধরে মান্নানের নিরাপত্তারক্ষী ছিলেন।
বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় জাল পাসপোর্ট চক্রে বহু দিন ধরেই সক্রিয় রাজু মণ্ডল বলে অভিযোগ। পুলিশের দাবি, রাজু যে চক্রের সঙ্গে যুক্ত ছিল তারা বাংলাদেশিদের ভারতীয় সাজিয়ে পাসপোর্ট তৈরি করে। উদ্দেশ্য, তাঁদের ফ্রান্স-সহ ইউরোপের নানা দেশে যেতে সাহায্য করা। বাংলাদেশের নারায়ণগঞ্জের মিনহাজুদ্দিনকে ভারতীয় পাসপোর্ট করে দেওয়ার জন্য ১২ লক্ষ টাকার চুক্তি হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গত ১৬ নভেম্বর মিনহাজুদ্দিন ছাড়াও দুই বাংলাদেশি তনভির ইসলাম এবং মুকলেসুর রহমানকে গ্রেফতার করে। এই চক্রের সঙ্গে যুক্ত আরও লোক দুই জেলায় ছড়িয়ে রয়েছে বলে পুলিশ কর্তাদের সন্দেহ করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!