এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেই কি এক ঢিলে দুই পাখি মারলেন মান্নান সাহেব? জল্পনা তুঙ্গে

মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেই কি এক ঢিলে দুই পাখি মারলেন মান্নান সাহেব? জল্পনা তুঙ্গে

পঞ্চায়েতের পর থেকেই উত্তর দিনাজপুরের চোপড়ায় শাসকদলের সন্ত্রাসে বিরোধী দলের কর্মীদের আহত হওয়ার খবর আসছিল কংগ্রেস নেতাদের কাছে। সেই অনুযায়ী গত সপ্তাহেই কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মা ও মোহিত সেনগুপ্তকে নিয়ে সেই চোপড়ায় যান বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। সূত্রের খবর, এই সফর সেরে এসেই গত মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠি লেখেন আব্দুল মান্নান। যেখানে লেখা রয়েছে, ” রাজ্যে বিজেপির বাড়বাড়ন্ত রুখতে শাসকদলের এই অত্যাচার বন্ধ করতে হবে।” এমনকী এলাকার তৃনমূল বিধায়কের প্ররোচনায় যে চোপড়ায় এই সন্ত্রাস চলছে তাও চিঠিতে উল্লেখ করেন বিরোধী দলনেতা। চিঠির শেষে মুখ্যমন্ত্রীর কাছে তিনি আরও আবেদন জানিয়েছেন, ” আপনি ঠিক কী ব্যাবস্থা গ্রহন করছেন তা জানালে বাধিত হব।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

 

তাই এই সন্ত্রাসে লাগাম দিতে না পারলে বিজেপিকে যে এরাজ্যে আটকানো সম্ভব নয় তাও বলেছেন এই প্রবীন কংগ্রেস বিধায়ক। রাজনৈতিক মহলের একাংশের ধারনা, মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠি লিখে এক ঢিলে দু পাখি মারার চেষ্টা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। একদিকে তৃনমূলের সন্ত্রাস ঠেকাতে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন, ঠিক তেমনি এই সন্ত্রাস না ঠেকাতে পারলে যে বাংলায় বিজেপির আরও বাড়বাড়ন্ত হবে সে কথাও বলে আদতে তৃনমূলের কোর্টেই বল ঠেলে দিলেন তিনি। এখন দেখার প্রবীন কংগ্রেস বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নানের চিঠির উত্তরে ঠিক কি জবাব দেয় শাসকদল তৃনমূল কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!