মান্নানের কাছে সব শুনে আর দল না ভাঙানোর অনুরোধ নিয়ে মমতার দরবারে আসবেন রাহুল জাতীয় রাজ্য July 24, 2018 একটাই লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচন। জাতীয় কংগ্রেস্র পক্ষ থেকের এরইমধ্যে সেই লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের সভাপতি রাহুল গান্ধী দলের কর্মীদের স্পষ্টতই জানালেন রাজ্য গুলিতে আঞ্চলিক অবিজেপি দলগুলির সাথে আসন সমঝোতা করতে হবে। শুধু কংগ্রেস সভাপতিই নয় ঐদিনের বৈঠকের পরবর্তীতে কংগ্রেসের মুখপাত্র ইঙ্গিত করেছিলেন কংগ্রেস দল পশ্চিমঙ্গ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দলের সাথে আসন সমঝোতায় আগ্রহী। এই পর্যন্ত সব ঠিক ছিলো। কিন্তু কংগ্রেস সভাপতির সাথে রাজ্যের বিধানসভার পরিষদীয় দলনেতা আবদুল মান্নানের একান্ত বৈঠকের সময়ে মান্নান সাহেব দলের সভাপতিকে জানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কংগ্রেস দলের ভাঙনের মূলে রয়েছেন। শুধু তাই নয় ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেস দলের শহীদ সভার মঞ্চেও চার জন কংগ্রেস বিধায়ক দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাহুলের কাছে উদ্বেগ প্রকাশ করলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান। একথা শুনে কংগ্রেস সভাপতি আশঙ্কিত না হয়ে বরং মান্নান সাহেবকে আশ্বস্ত করলেন। ওয়ার্কিং কমিটির বৈঠকে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের কোনো নেতাই কোনো প্রশ্ন করেননি বা তাঁদের দলের উন্নয়নের তাঁদের ব্যক্তিগত কোনো ভাবনার বহিঃপ্রকাশ করেননি। কংগ্রেস সভাপতির সাথে একান্ত বৈঠকের সুযোগে মান্নান সাহেব এদিন রাজ্যে দলের বর্তমান অবস্থা সম্পর্কে তাঁকে সম্যক ধারণা দিলেন। প্রদেশ কংগ্রেস নেতা আব্দুল মান্নানের প্রতিটি কথাই সমান গুরুত্ব দিয়ে শোনেন কংগ্রেস সভাপতি। এবং মান্নান সাহেবকে প্রশ্ন করেন যে তিনি নিজে কী তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর সাথে আলাদা করে কথা বার্তা বলেছেন। জবাবে মান্নান সাহেব জানালেন তাঁর সাথে কথা বলা অর্থহীন । উলটে মান্নান সাহেব দলের সভাপতির কাছে দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেত্রীর সাথে বৈঠকের জন্যে কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠানোর জন্যে। সব কিছু শুনে রাহুল গান্ধী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করলেন। এদিনের বৈঠকের পরে মান্নান সাহেব জানালেন যে , কংগ্রেসে এই ভাঙনের কথা শুনে রাহুল গান্ধী নিজেও চিন্তিত। তিনি নিজে সমস্ত রাজ্যে জোটের ব্যাপারে কথা বলছেন। এরপরে রাহুল গান্ধীকে তিনি কী বলেছেন তা সরাসরি জানিয়ে বললেন, ” আমি তাঁকে জানিয়েছি, জাতীয় রাজনীতির স্বার্থে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট গড়তেই পারেন। প্রয়োজনে আমাকে যদি পদত্যাগ করতে হয় করব। তবে আমি কখনই কংগ্রেস ছাড়ব না।” এই কথার উত্তরে রাহুল গান্ধী জানিয়েছেন মান্নান সাহেব অকে পদত্যাগ করার দরকার হবেনা। তিনি নিজে এই রাজ্যের শাসক দলের দলনেত্রীর সাথে কথা বলবেন। অন্যথায় একটি কমিটি গঠন করে দেবেন। আপনার মতামত জানান -