এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মান্নান সাহেবের প্রস্তাবকে সমর্থন করে মমতাকে পাশে চাইছে বামেরা, জেনে নিন

মান্নান সাহেবের প্রস্তাবকে সমর্থন করে মমতাকে পাশে চাইছে বামেরা, জেনে নিন


আগে বহুবার কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকারের নীতির বিরুদ্ধে এবং কংগ্রেসকে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের সঙ্গে একজোট হয়ে লড়াই বার্তা দিতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে এবার বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রস্তাব দেবেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

সম্প্রতি কেন্দ্র সরকারের লাগু করা সংশোধিত নাগরিক আইনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে সর্বদলীয় বৈঠক ডাকার আর্জি জানান বিরোধী দলনেতা। কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই বৈঠকে ভারতীয় জনতা পার্টিকে বাদ রাখতে বলা হয়। তবে এক্ষেত্রে রাজ্যের বিজেপি বিরোধী অন্যান্য সব রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক ডাকার প্রস্তাব দেন মান্নানবাবু।

শুধু তাই নয়, বিজেপিকে বাদ দিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দেওয়া প্রসঙ্গে মান্নান সাহেব জানান, “যেই দল সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে নাগরিকত্ব আইনে সংশোধনী পাস করে তাদের নিয়ে আলোচনা করার কোনো অর্থ হয় না।” বিরোধী দলনেতা আব্দুল মান্নান আরও বলেন , “ভোটার তালিকা সংশোধনে যাতে সংশ্লিষ্ট দপ্তরগুলি সাধারণ মানুষকে সহযোগিতা করে, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। না হলে সরকারকে বর্তমানে নাগরিকত্ব নিয়ে জনমানুষের যে সংশয় বিজেপি তৈরি করেছে, আগামী দিনে যদি ভারতীয় জনতা পার্টিকে বাদ দিয়ে মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডাকেন, তবে সেক্ষেত্রে এই ধরনের বৈঠক কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন মান্নান সাহেব।

আবার একইভাবে মান্নান সাহেবের প্রস্তাবকে সমর্থন করতে দেখা গিয়েছে রাজ্যের বামফ্রন্ট শিবিরকে। এদিন কংগ্রেস- বামফ্রন্টের যুগ্ম সাংবাদিক সম্মেলনে আব্দুল মান্নানের পাশেই বসেছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, “রাজ্য এনপিআর স্থগিত রেখেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি সংশোধিত নাগরিক আইন প্রত্যাহারের দাবিও জানিয়েছে। ইতিমধ্যে রাজ্যের নাগরিক সমাজের সরব হয়েছে। বাংলার মানুষ এই আইন মেনে নিতে পারছে না। মানুষের সেই মনোভাবকে সম্মান দিয়ে রাজ্য বিধানসভাতে সংশোধিত নাগরিক আইন বিরোধী প্রস্তাব দেওয়া যেতে পারে।”

এক্ষেত্রে কেরলের উদাহরণ টেনে সুজনবাবু বলেন, “যদি কেরালাতে সরকার বিধানসভায় নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাব পাস করতে পারে, তাহলে বাংলাতেও সম্ভব।” তিনি আরও বলেন, “সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে একসঙ্গে মিলে হিন্দুত্ববাদীদের রুখতে হবে।” প্রসঙ্গত উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব বিল মন্ত্রিসভায় সম্মতি পাওয়ার পর থেকেই এর বিরোধিতা করতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

শুধু তাই নয়, নাগরিকত্ব আইন বিরোধিতায় ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল রয়েছে, বর্তমান প্রেক্ষাপটে তার মধ্যে সবচেয়ে বড় অবস্থান গ্রহণ করতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। পর পর বহুবার নাগরিক আইনের বিরোধিতা করে পদযাত্রায় অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বৈধ নাগরিকের যেন ভোটার তালিকায় নাম তুলতে কোনো রকম অসুবিধা না হয়, সেই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদেরকে নির্দেশ দিতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে।

বস্তুত, আগামী 15 জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। এক্ষেত্রে মানুষ যেন বিভ্রান্তিতে না পরে, সেদিকে বিশেষ নজর দিতে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আগেই দপ্তরকে জানানো হয়েছে। তাই বর্তমান পেক্ষাপটে রাজ্যের বামফ্রন্ট এবং কংগ্রেস শিবির মুখ্যমন্ত্রীর কাছে বিজেপিকে বাদ দিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার আবেদন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভাবেই দেখছে রাজনৈতিক মহল।

নিজের বক্তব্যের শেষে এদিন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, “রাজ্যের ক্ষেত্রে অবিজেপি শক্তিকে একজোট করতে পারলে, বিজেপির বিভাজনের ষড়যন্ত্র ব্যর্থ করা সম্ভব। তাতে বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যে আতঙ্কের আবহ তৈরি হয়েছে, তা দূর হবে।” বিশেষজ্ঞরা বলছেন, এর আগে অনেকবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলিকে রাজ্য সরকারের সঙ্গে সহ-অবস্থান পোষণ করতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে।

কিন্তু কোনোবারেই বিরোধী দলকে রাজ্যের সঙ্গে সঙ্গে অবস্থান গ্রহণ করতে দেখা যায়নি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যখন বিরোধীদের তরফ থেকেই রাজ্য সরকারের কাছে সহাবস্থানের আবেদন যাচ্ছে, তখন রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে রীতিমতো জল্পনার অবকাশই থেকে যাচ্ছে। এখন আগামী দিনে নাগরিকত্ব বিরোধী আইন ইস্যুতে তৃণমূল কংগ্রেস সরকার এবং বিরোধী বাম কংগ্রেসের ঐক্য রাজনৈতিক সমীকরণকে কোনখানে নিয়ে যায়! সেদিকেই লক্ষ্য থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!