এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > নিজেদের গড়ে মনোনয়নপত্র জমা দিয়েও সরে দাঁড়ালেন কংগ্রেস প্রার্থী, কারণ নিয়ে জোর জল্পনা!

নিজেদের গড়ে মনোনয়নপত্র জমা দিয়েও সরে দাঁড়ালেন কংগ্রেস প্রার্থী, কারণ নিয়ে জোর জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মনোনয়নপত্র জমা দিয়েও শেষ পর্যন্ত লড়াই সরে যেতে চাইছেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জইদুর রহমান। বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন রেজাউল হক বা মন্টু বিশ্বাস। করোনা আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হলে এই কেন্দ্রে নির্বাচন স্থগিত করে দেয়া হয় প্রথমে নির্বাচনের দিন ঘোষণা করা হয় ১৩ ই মে, পরে তা পিছিয়ে ১৬ ই মে করা হয়। তবে, করোনা সংক্রমনের কারণে আবার নির্বাচন স্থগিত করে দেয়া হয়েছে।

এদিকে, গত ২৬ সে এপ্রিল সামশেরগঞ্জ কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন কংগ্রেস প্রার্থী জইদুর রহমান। তিনি জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানের ভাই। এলাকায় তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। তাঁকে প্রার্থী করে তাই এই কেন্দ্রে ঘুরে দাঁড়াতে চেয়েছিল কংগ্রেস। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ১৭৮০ ভোটের ব্যবধানে এই কেন্দ্রে তৃণমূল জয়ী হয়েছিল। লোকসভা নির্বাচনে কংগ্রেস এখানে ৮ হাজার ভোটে এগিয়ে যায়। ফলে যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই কেন্দ্রকে নিয়ে কংগ্রেসের। এখান থেকে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে জইদুর রহমানকে।

কিন্তু এখন নির্বাচনের লড়াই থেকে প্রায় বেঁকে বসেছেন জইদুর রহমান। লড়াই করবেন? কি করবেন না? তা তিনি স্থির করতে পারছেন না। তবে, এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, এতে কংগ্রেসের কোন সমস্যা হবে না। তিনি মনে করছেন, এই কেন্দ্রে আবার নতুন করে মনোনয়নপত্র দাখিল করে নতুন করে নির্বাচনী পর্ব শুরু হবে। তবে জঙ্গিপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট অমূল্য সরকার এ প্রসঙ্গে জানিয়েছেন যে, এই কেন্দ্রের নির্বাচন স্থগিত রাখা হয়েছে যে অবস্থায়, সেখান থেকেই আবার কর্মসূচি শুরু হবার সম্ভাবনা আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস জানিয়েছেন যে, মনোনয়নপত্র জমা হয়ে গেছে। তাই জইদুর রহমান যদি নির্বাচনে লড়াই করতে না চান, তবে সমস্যা হবে। জইদুর রহমান ভালো মানুষ, এলাকায় তাঁর যথেষ্ট প্রভাব আছে। তাই তাকে প্রার্থী করলে ভালো মতো লড়াই দিতে পারবে দল। এই আসন থেকে রাজ্যে ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে কংগ্রেস। এখন দেখা যাক জইদুর রহমান কি সিদ্ধান্ত নেন?

আবার সামশেরগঞ্জ এর প্রার্থী জইদুর রহমানকে নিয়ে যখন সমস্যা চলছে, তার মধ্যেই সমস্যা আরো বাড়িয়ে দিয়েছেন সামসেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি হবিবুর রহমান। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, তাঁর বয়স হয়েছে, তাই আর তিনি টেনশন নিতে পারছেন না। জেলা নেতাদের কাছে তিনি জানিয়েছেন যে, সভাপতি পদে আর তিনি থাকতে চান না। তরুণ কোন নেতাকে এই দায়িত্ব দেয়া হোক। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এখনই তাঁকে লিখিতভাবে পদত্যাগ না করার অনুরোধ করেছেন। তবে পদ ছেড়ে দিলেও কংগ্রেস ছাড়বেন না তিনি।

এ প্রসঙ্গে তিনি আরো জানান যে, কংগ্রেসকে শূন্য থেকে শুরু করতে হবে। নির্বাচনে জয়-পরাজয় থাকেই, তাই রাজনীতিতে হতাশার কোনো স্থান নেই। কিন্তু এখন তাঁরা প্রার্থী নিয়ে কিছুটা সমস্যায় রয়েছেন। জইদুর রহমানকে প্রার্থী করতে ইচ্ছুক দল। কিন্তু, নানাদিক থেকে নানারকম চাপ আসছে, তাঁকে নিয়ে সংশয় বাড়ছে। এক্ষেত্রে যদি নতুন করে নির্বাচন করার বিজ্ঞপ্তি দেয়া হয়, আর তিনি যদি অনিচ্ছুক থাকেন, তবে ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হককে প্রার্থী করার কথা বলা হচ্ছে। যদিও মইনুল হক প্রার্থী হবেন কিনা? তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। কারণ, এ প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ফারাক্কা ছেড়ে সামসেরগঞ্জ কেন্দ্রে প্রার্থী হতে চান না তিনি। তাই সবদিক থেকে কংগ্রেসের সমস্যা বাড়ছে সামসেরগঞ্জকে নিয়ে। নানা অস্বস্তি ও আশঙ্কা বাড়ছে কংগ্রেসের এই শক্তিশালী গড়কে নিয়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!