এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “মাননীয়া কেন ভবানীপুর থেকে পালালেন? মাননীয়ার সঙ্গে তোলাবাজ ভাইপোর অত্যাচারে অতিষ্ঠ স্থানীয়রা।” – তৃণমূলকে একহাত শুভেন্দুর

“মাননীয়া কেন ভবানীপুর থেকে পালালেন? মাননীয়ার সঙ্গে তোলাবাজ ভাইপোর অত্যাচারে অতিষ্ঠ স্থানীয়রা।” – তৃণমূলকে একহাত শুভেন্দুর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বেহালার জনসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি নন্দীগ্রাম থেকে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কেন্দ্র থেকেই লড়াই করতে চলেছেন শুভেন্দু অধিকারী।  বেহালার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ ও হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।

বেহালায় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছেন, মুখ্যমন্ত্রী কেন ভবানীপুর থেকে পালিয়েছেন? মুখ্যমন্ত্রীর(মাননীয়ার) সঙ্গে তোলাবাজ ভাইপোর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় মানুষেরা। তিনি জানালেন, এই এলাকায় একসঙ্গে পঁয়ত্রিশটি প্লট দখল করে নিয়েছে একটি পরিবার। সিবিআইয়ের কল্যানে শান্তিনিকেতনের বাড়ি দেখতে পেয়েছেন রাজ্যের মানুষ।

শুভেন্দু অধিকারী জানালেন যে, গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর বুথেই বিজেপি জয়লাভ করেছিল। এরপর মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে তিনি জানালেন যে, যিনি নিজের বুথেই জিততে পারেন না, তিনি রাজ্যের কোথাও জিততে পারবেন না। এরপর শুভেন্দু অধিকারী জানালেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রকল্প গ্রহণ করছেন না। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নাম বদল করে তা রাজ্যতে চালাচ্ছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারী জানালেন যে, এসএসসি, প্রাথমিক টেট নিয়ে দুর্নীতি হয়েছে। রাজ্যের সাড়ে ৮ লক্ষ বেকার পথে পথে ঘুরছে। তিনি অভিযোগ করলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। গত ১০ বছরে রাজ্যে একটিও শিল্প হয়নি। তিনি জানালেন, রাজ্যের ৩ কোটি মানুষ প্রতারিত হয়েছেন চিটফান্ড কাণ্ডে। জনগণের উদ্দেশ্যে তিনি জানালেন যে, চিটফান্ডের টাকা ফেরত পেতে চাইলে, বিজেপি সরকার গঠনের প্রয়োজন আছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে তিনি জানালেন যে, অ্যালকেমিস্ট এর কর্ণধারকে রাজ্যসভায় তৃণমূলই পাঠিয়েছিল।

আবার, আজকের জনসভা থেকে প্রধানমন্ত্রীর বিশেষ প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী। জনগণের উদ্দেশ্যে তিনি জানান যে, আগামীকাল প্রধানমন্ত্রীর ব্রিগেডকে যেন ঐতিহাসিক ব্রিগেড করা হয়। তিনি জানালেন,  ব্রিগেডকে ঐতিহাসিক ব্রিগেডে পরিণত করতে হবে। তিনি জানান আগামী বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গঠন করা হবে। গড়ে তোলা হবে সোনার বাংলা।

শুভেন্দু অধিকারী জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সীমান্ত সুরক্ষিত করেছেন। করোনার সময়ে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাবার ব্যবস্থা করেছিলেন তিনি। পৃথিবীর বিভিন্ন দেশ ভারতের ভ্যাকসিনের জন্য অপেক্ষা করে আছে। রাম মন্দির আন্দোলন সম্পর্কে তিনি জানালেন যে, ৪৯২ বছর ধরে অযোধ্যায় লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে জয় হয়েছে। প্রধানমন্ত্রী রাম মন্দিরের শিলান্যাস করেছেন। বাংলার মাটি থেকে রাম মন্দির নির্মাণের উদ্দেশ্যে পাঠানো হয়েছে ৫০ কোটি টাকা।

শুভেন্দু অধিকারী জানালেন, তিন তালাক আইন পাস করেছে নরেন্দ্র মোদি সরকার। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নকে সার্থক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস হলেন শুভেন্দু অধিকারী, একসময় যিনি মুখ্যমন্ত্রীর বিশেষ ঘনিষ্ঠ ও তাঁর বিশেষ ভরসার পাত্র ছিলেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!