এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মন্ত্রিপদ থেকে সরান পার্থকে! রাজ্যপালের কাছে নয়া আবেদন শুভেন্দুর!

মন্ত্রিপদ থেকে সরান পার্থকে! রাজ্যপালের কাছে নয়া আবেদন শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ব্যাপক দুর্নীতিতে শিক্ষক নিয়োগের গ্রেপ্তার হওয়ার পরেও মন্ত্রীপদ থেকে সরানো হয়নি রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। যা নিয়ে নানা মহলে সমালোচনার শিকার হতে হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এই পরিস্থিতিতে এবার রাজ্যপালের কাছে গিয়ে এই ব্যাপারে আবেদন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে অবিলম্বে দুর্নীতির ঘটনায় নাম জড়িয়ে পড়া পার্থ চট্টোপাধ্যায়ের মত ব্যক্তিদের মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া হোক বলে দাবি করলেন তিনি।

সূত্রের খবর, এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। আর তারপরেই বাইরে বেরিয়ে এসে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “নানা বিষয় নিয়ে কথা হয়েছে। আমি আবেদন করেছি, দুর্নীতির ঘটনায় যাদের নাম জড়িয়েছে, যারা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে ক্যাবিনেট থেকে সরিয়ে দেওয়া হোক। কারণ, মুখ্যমন্ত্রী এই সমস্ত ব্যক্তিদের ক্যাবিনেট থেকে সরাবেন না। তাই আমি রাজ্যপালের কাছে এই ব্যাপারে আবেদন করেছি।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত রাজ্য সরকার এবং পার্থ চট্টোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে বিরোধী দলনেতার কথা মত কি পদক্ষেপ গ্রহণ করেন রাজ্যপাল, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!