এখন পড়ছেন
হোম > জাতীয় > মন্ত্রীসভা সম্প্রসারণ নিয়ে এবার নতুন নাটক মহারাষ্ট্রে,ভাঙচুর কংগ্রেসের দলীয় দপ্তর

মন্ত্রীসভা সম্প্রসারণ নিয়ে এবার নতুন নাটক মহারাষ্ট্রে,ভাঙচুর কংগ্রেসের দলীয় দপ্তর


সম্প্রতি মহারাষ্ট্রের মন্ত্রিসভার সম্প্রসারণ হয়। আর এই মন্ত্রিসভার সম্প্রসারণকে ঘিরেই মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনার উদ্ধব ঠাকরে। যদিও মহারাষ্ট্রের মন্ত্রিসভা গঠন হয়েছে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোটবদ্ধ উদ্যোগে। নতুন সম্প্রসারিত মন্ত্রিসভায় 36 জন মন্ত্রী শপথ নিলেও কংগ্রেস ও এনসিপি’র পক্ষে অনেকেই অভিযোগ জানিয়েছেন, অনেক যোগ্য ব্যক্তি সম্প্রসারিত মন্ত্রিসভায় স্থান পাননি আর তাই উত্তপ্ত হয়ে উঠেছে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিবেশ।

ইতিমধ্যে উদ্ধব ঠাকরে জোট সরকারের কংগ্রেস বিধায়ক সংগ্রাম থোপ্তে সম্প্রসারিত মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁর সমর্থকরা। সেইসূত্রে শিবাজি নগর এর কংগ্রেস দপ্তরে থোপ্তের সমর্থকরা ঢুকে ভাঙচুর চালায়। ভেঙে ফেলা হয় দরজা জানালার কাঁচ, টেবিল, কম্পিউটার, টেলিভিশন, অন্যান্য আসবাবপত্র। শুধু তাই নয়, কংগ্রেস কার্যালয়ের অনেক নথিপত্র ধ্বংস করে দেওয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যায় শিবাজিনগরের কংগ্রেস ভবনে ভাঙচুর চলে। এই ঘটনায় ইতিমধ্যে 19 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সূত্রপাত, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী অনন্ত রাও থোপ্তের ছেলে সংগ্রাম এবার পুনের ভোর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। কিন্তু তা সত্বেও তাঁকে এবার শিবসেনা কংগ্রেস এনসিপি জোট সরকারে কোন মন্ত্রিত্ব দেওয়া হয়নি। আর এখান থেকেই ক্ষোভে ফেটে পড়েছে তাঁর সমর্থকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন থোপ্তের সর্মথকরা শিবাজি নগর এর কংগ্রেস দপ্তরে ঢুকে ভাঙচুর শুরু করে দেয়। প্রতিটি জিনিসকে চুরমার করে দেয়। এমনকি শিবাজি নগর শাখার প্রধান রমেশ বাগওয়ে যে ঘরটিতে বসেন, সেটিও সর্মথকরা ভাঙচুর করে নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি বালাসাহেব থোরাট চরম উদ্বিগ্ন হয়ে উঠেছেন। তিনি জানিয়েছেন, বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের সঙ্গে তিনি খুব শীঘ্রই আলোচনায় বসবেন। সোমবারের মন্ত্রিসভার সম্প্রসারণে খুশি হয়নি এনসিপি’র অনেক প্রবীণ নেতাও।

মহারাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপটের চমক বোধয় শেষ হবে না কোনদিনই। সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নিয়ে যে নাটকীয় পরিণতি দেখা গেছিল, তার রেশ পরতে পরতে হয়ে চলছে। মহারাষ্ট্রের রাজনৈতিক টানাপোড়েনের ধাক্কায় ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে। এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের মতে, মহারাষ্ট্রের রাজনৈতিক নাটকীয়তা যেভাবে দিন দিন বেড়ে চলেছে, তাতে এবার রাশ টানা প্রয়োজন। রাজনৈতিক কর্তা-ব্যক্তিদের এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতে হবে বলে মনে করছেন তাঁরা। আপাতত মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভা সম্প্রসারণের ঘটনা ইস্যুতে একের পর এক যেসব ঘটনা ঘটে চলেছে সেদিকে কড়া নজর রাখবে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!