মন্ত্রীসভার সম্প্রসারণের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিলেন বড়সড় পদক্ষেপ, জল্পনা তুঙ্গে জাতীয় রাজনীতি July 6, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জাতীয় রাজনীতিতে জোরদার আলোচনা চলছে প্রধানমন্ত্রী মোদির মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে। কে মন্ত্রিসভায় জায়গা পাবেন, কে তাঁর পদ হারাবেন তাই নিয়ে গুঞ্জন ক্রমশ তীব্র হচ্ছে। একইসাথে বিজেপির সহযোগী দলগুলি নানান হিসেব-নিকেশ করে সমীকরণ মেলাবার চেষ্টায়। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই নিলেন গুরুতর পদক্ষেপ যা নিয়ে শুরু হয়েছে কানাঘুষো রাজনৈতিক অলিন্দে। আজকে বিকেল পাঁচটায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা ছিল প্রধানমন্ত্রী মোদির। কিন্তু প্রধানমন্ত্রী সেই বৈঠক বাতিল করেছেন বলে জানা যাচ্ছে। তবে এই বৈঠক বাতিলের পেছনের আসল কারণ কী তা এখনও স্পষ্ট হয়নি। আজকের বৈঠকে থাকার কথা ছিল যাদের, তাঁরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, প্রহ্লাদ যোশী, পীযূষ গোয়েল এবং নরেন্দ্র সিং তোমর। প্রধানমন্ত্রী অবশ্য এর আগে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সেরে রেখেছেন আগেই। সূত্রের খবর, সেখানে সরকারের বিগত বছরের কাজকর্ম নিয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীসভায় এই মুহূর্তে রয়েছেন 50 জন মন্ত্রী। নিয়ম অনুযায়ী মন্ত্রীসভার সম্প্রসারণের মাধ্যমে আরও 28 জনকে জায়গা দেওয়া যেতে পারে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর সেই অনুযায়ী দ্বিতীয় বার ক্ষমতায় এসে প্রথমবার মন্ত্রীসভার সম্প্রসারণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমবার মন্ত্রীসভায় স্থান পাওয়ার নিরিখে উঠে আসছে বহু নাম। যার মধ্যে অন্যতম হলেন যেমন রাজস্থানের বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অন্যদিকে তেমন একপ্রকার নিশ্চিত হয়ে গেছে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নাম। এবারের মন্ত্রীসভা সম্প্রসারণ হলে সেখানে অবশ্যই জায়গা পাচ্ছেন তিনি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে নাম নিয়ে চর্চা চলছে, তিনি হলেন সম্প্রতি চিরাগ পাসোয়ানের বিরোধিতাকারী এলজেপি নেতা পশুপতি পরশ। সম্প্রতি লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ানের বিরুদ্ধে ব্যাপকভাবে বিদ্রোহ করেন তাঁর দলের অন্যান্য সাংসদরা। আর এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন এই পশুপতি পরশ। কানাঘুষো শোনা যাচ্ছে, এই বিদ্রোহের পেছনে রয়েছেন জেডিইউ প্রধান নীতিশ কুমার। অন্যদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকেও কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা পেতে পারে বলে। যদিও প্রধানমন্ত্রী মোদী আগেই জেডিইউ প্রধানকে একটি মন্ত্রক দিতে চেয়েছিলেন, কিন্তু সে সময় নীতিশ কুমার তা প্রত্যাখ্যান করেন। এই অবস্থায় প্রধানমন্ত্রী মোদির গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে বৈঠক বাতিল হওয়া নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। আপাতত প্রধানমন্ত্রীর মন্ত্রীসভায় কারা কারা জায়গা পেতে চলেছেন, তা নিয়ে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে। তবে সর্বশেষ সিদ্ধান্ত যে প্রধানমন্ত্রী মোদী নেবেন, সে ব্যাপারে কোন সন্দেহ নেই। আপনার মতামত জানান -