এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মন্ত্রীত্বের টোপ দিয়ে তৃণমূলে যোগের প্রস্তাব হেভিওয়েট বিধায়ককে? অভিযোগ ওড়ালো টীম পিকে!

মন্ত্রীত্বের টোপ দিয়ে তৃণমূলে যোগের প্রস্তাব হেভিওয়েট বিধায়ককে? অভিযোগ ওড়ালো টীম পিকে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্য জয়ের হ্যাট্রিক করতেই শাসক দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এনেছে ভোট কুশলী প্রশান্ত কিশোরকে। তারপর তৃণমূল দলকে শক্তিশালী করার লক্ষ্যে প্রশান্ত কিশোর রাত- দিন এক করে দিচ্ছেন। তবে এটা যে তিনি করবেন, তা অত্যন্ত স্বাভাবিক ও বিতর্ক বিহিত। কিন্তু সম্প্রতি তিনি শাসক দলকে শক্তিশালী করতে গিয়ে এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন, যা আর সমালোচনার ঊর্ধ্বে আর থাকছে না।

সম্প্রতি স্বচ্ছতার বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন ভোট কুশলী। আর শাসক দলকে স্বচ্ছ নেতার বিচরণ ক্ষেত্র করতে গিয়েই শাসকদল বারবার করে অন্য দল থেকে স্বচ্ছতার অধিকারী নেতাদের ধরে আনার চেষ্টা চলছে। তার উপর যদি এই স্বচ্ছ নেতাদের জোরালো জনসমর্থন থাকে, তাহলে তো আর কথাই নেই। তাদের কাছে ফোন করে এটি দ্রুত পৌঁছে যাচ্ছে টিম পিকে।

আর এই ব্যাপারে পিকে টিমের কাছে প্রথম পছন্দ রাজ্যে পূর্বের ক্ষমতাসীন দল বাম নেতারা। অল্প কিছুদিন আগেই জলপাইগুড়ির বামনেতা মহেন্দ্র রায় এবং ধুপগুড়ির বর্ষিয়ান নেতা লক্ষ্মীকান্ত রায়কে ফোন করে রীতিমতো তৃণমূল দলে যোগ দেওয়ার জন্য আবেদন নিবেদন পালা শুরু করেছিলো পিকে টিম। যদিও বিফল মনোরথ হতে হয়েছে। তবু তারা চেষ্টা ছারে নি। এই তালিকায় এবার জুড়ে গেল উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বাম বিধায়ক ইমরান আলী রামজ বা ভিক্টরের নাম।

চাকুলিয়া বাম বিধায়ক ইমরান আলি রামজ জানিয়েছেন, অল্প কিছুদিন আগে কলকাতার বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে তার সঙ্গে স্বয়ং দেখা করেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। শুধু তাই নয় দেখা করেই তাঁকে শাসক দলে যোগদানের প্রস্তাব দিয়েছেন। সেইসঙ্গে দেখিয়েছেন মন্ত্রীত্বের লোভ। যদিও ব্যাপারটা সম্পূর্ণ অস্বীকার করেছেন পিকে। কিন্তু বিধায়ক জানিয়েছেন, তাঁদের মধ্যে চলা কথাবার্তার সমস্ত রেকর্ড বিধায়ক এর কাছে আছে। বাম নেতৃত্বও এই ঘটনাটি মেনে নিয়েছে।

বামেদের অভিযোগ, তাদের দলের স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী নেতাদের একাধিকবার ফোন করে তৃণমূলে যোগ দেবার প্রস্তাব দিচ্ছেন প্রশান্ত কিশোর। অর্থের লোভ দেখিয়ে, মন্ত্রিত্ব বা পদপ্রার্থী করার লোভ দেখিয়ে তাঁদেরকে অন্যায় ভাবে দলে টানার অপচেষ্টা চলছে। কখনো কখনো তাঁদের জনপ্রতিনিধি করে দেবার লোভ পর্যন্ত দেখাচ্ছে টিম পিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চাকুলিয়ার বামপন্থী বিধায়ক ইমরান আলী রামজ জানিয়েছেন, কয়েকদিন আগে প্রশান্ত কিশোরের টিম থেকে তাঁকে ফোন করা হয়েছিল। ফোনে বলা হয়েছিল পিকে স্বয়ং তাঁর সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। এরপর বিধায়ক স্ত্রী সহ একদিন বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে আহারাদি করতে গিয়েছিলেন। বিধায়ক জানিয়েছেন, ওই হোটেলেই পিকের ফোন এসেছিল। ফোন করে পিকে বিধায়কের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন। বিধায়ক তাতে সম্মতি দেওয়ার অল্পসময়ের মধ্যেই হোটেলে উপস্থিত হন প্রশান্ত কিশোর। বিধায়ক জানিয়েছেন, ওই হোটেলেই তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার অনুরোধ জানান পিকে। সেইসঙ্গে লোভ দেখান, তিনটি গুরুত্বপূর্ণ দপ্তর তাঁকে পাইয়ে দেবেন বলে।

ভোট কুশলী প্রশান্ত কিশোর অবশ্য বিধায়ক এর এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর নাম ওঠা অভিযোগটি সম্পূর্ণভাবে মিথ্যে ও বিধায়কের কল্পনাপ্রসূত। পিকের দাবী, বিধায়ক নাকি নিজেই তাঁর সঙ্গে যোগাযোগ করে শাসক দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর তার বিনিময়ে তিনি মন্ত্রিত্বের দাবি করেছিলেন। আর এই সব ব্যাপারে আলোচনা করতেই তিনি নাকি কলকাতা গিয়েছিলেন। পিকের অভিযোগ বিধায়কের দাবি না মানাতেই বিধায়ক নাকি তাঁর নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!