এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মন্ত্রীত্ব ছেড়ে প্রথমবার নন্দীগ্রামে পা শুভেন্দুর, তিলক-হরিনামে কিসের ইঙ্গিত? বাড়ছে জল্পনা

মন্ত্রীত্ব ছেড়ে প্রথমবার নন্দীগ্রামে পা শুভেন্দুর, তিলক-হরিনামে কিসের ইঙ্গিত? বাড়ছে জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টসদ্যই মন্ত্রীত্ব ছেড়েছেন তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরেই তৃণমূল শিবিরের সঙ্গে দূরত্ব বেড়ে চলেছে শুভেন্দু অধিকারীর। আর সেই দূরত্ব বেড়ে চলার কারণেই যে শুভেন্দুর মন্ত্রীত্ব থেকে সরে আসা, সে কথা বুঝতে আর কারো বাকি নেই। তবে শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত বিধায়কের পদে রয়েছেন এবং প্রাথমিক সদস্য হিসেবে দলেও আছেন। এবং তাই শুভেন্দু অধিকারীকে যেকোনোভাবে ধরে রাখার জন্য এবার এগিয়ে এসেছেন সৌগত রায়। তবে মন্ত্রীত্ব ছাড়ার পর এই প্রথমবার নন্দীগ্রামে পা দিলেন শুভেন্দু। যথারীতি শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা মেপে নেওয়াও এক্ষেত্রে অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।

এদিন শুভেন্দু অধিকারী রাস উৎসবের সূচনা করতে নন্দীগ্রামে আসেন। তবে মহিষাদলের মতোই তাঁর গলায় কোনো রকম রাজনৈতিক কথা শোনা যায়নি। শুধু নন্দীগ্রামের বাসিন্দাদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, ‘সেবক হিসেবে আমি বরাবর আপনাদের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’ অন্যদিকে শুভেন্দু অধিকারীকে ঘিরে নন্দীগ্রামের মানুষদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে রাস উৎসবের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য এক বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। তবে সেখানেও কোন রাজনৈতিক রঙ ছিল না। শুধুমাত্র শুভেন্দু অনুগামীরাই নিজেদের উদ্যোগে এই ব্যবস্থা করেছিলেন বলে জানা গেছে।

তবে বাইকে ছিল হলুদ পতাকা এবং তাতে ছিল ওম এর চিহ্ন। শুভেন্দুর কপালেও ছিল হলুদ চন্দনের টিকা। খুব স্বাভাবিকভাবেই ধর্মীয় প্রসঙ্গটি যেরকম উঠেছে, সেরকম ভাবেই বিজেপি প্রসঙ্গ উঠে এসেছে। আর এই নিয়ে শুভেন্দুকে প্রশ্ন করা হলে খুব স্বাভাবিক ভাবেই তিনি বিরক্ত প্রকাশ করেছেন। গতকাল মহিষাদলে একটি অরাজনৈতিক সভায় যোগ দেন শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দুর মুখে রাজনৈতিক কোনো বার্তাই ছিলনা। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নাম না করে যথারীতি শুভেন্দুকে আক্রমণ চালিয়ে গিয়েছে। তবে শুভেন্দু অধিকারী কিছু না বললেও গণতন্ত্রে জনগণই যে শেষ কথা বলে, সে কথা মনে করিয়ে দিতে তিনি ভোলেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে নন্দীগ্রামের রাস উৎসবের সূচনা অনুষ্ঠানেও শুভেন্দু অধিকারীকে ঘিরে ভিড় ছিল চোখে পড়ার মতো। এখানেও তিনি কোন রাজনৈতিক শব্দ খরচ করেননি। খুবই অল্প সময়ে তিনি তাঁর বক্তব্য পেশ করেন, যার অর্ধেকের বেশিই ছিল রাস উৎসব এর মাহাত্ম্যের কথা। পাশাপাশি তিনি প্রত্যেক মানুষের জন্য করোনামুক্ত জীবনের কামনা করেছেন। তবে নন্দীগ্রামের মানুষের পাশে তিনি যে সব সময় আছেন, সে বার্তা আজকে তিনি জানান রাস উৎসবের মঞ্চ থেকে।

গতকাল মহিষাদলের সভাতেও ভিড় ছিল চোখে পড়ার মতন এবং তা দেখেই শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন, আগামী দিনে রাজনৈতিক সংগ্রাম এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মানুষের উৎসাহ তাঁর কাছে অনুপ্রেরণার কাজ করবে। মানুষের জন্যই তিনি কাজ করবেন। সবার ওপরে যে জনগণই শেষ কথা বলে, সে কথাও উল্লেখ করেন শুভেন্দু। পাশাপাশি তিনি বলেন, তিনি সেবক হিসেবে কাজ করে যাবেন। রাস্তায় নেমে তিনি কাজ করবেন।

তবে নন্দীগ্রামের সভাতে উপস্থিত হলেও যেভাবে শুভেন্দু অধিকারী হরিধ্বনি দিলেন কপালে তিলক কেটে, তা দেখে কিন্তু রাজনৈতিক মহলের অনেকেই অন্যরকম ইঙ্গিত করছেন। শুভেন্দু অধিকারীর দল ছাড়া নিয়ে তীব্র টানাপোড়েন চলছে তৃণমূল শিবিরে। পাশাপাশি গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে শুভেন্দুকে। আর সেক্ষেত্রে তিলক, হরিনাম সংকীর্তন সহ অন্যান্য ধর্মীয় কার্যবিধি গেরুয়া শিবিরের দিকেই ইঙ্গিত করছে, সে কথা না বললেও বোঝা যায়। তবে এখনই কোনরকম সিদ্ধান্তে পৌঁছাতে রাজি নন বিশেষজ্ঞরা। কারণ রাজনীতিতে যে কোন মুহূর্তে যে কোন কিছু ঘটতে পারে।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!