এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মন্ত্রিত্ব ও দলের জেলা সভাপতির পদ ছেড়ে দিলেন এই প্রাক্তন ক্রিকেট তারকা। কি প্রতিক্রিয়া দিল শাসকদল? জানুন বিস্তারিত

মন্ত্রিত্ব ও দলের জেলা সভাপতির পদ ছেড়ে দিলেন এই প্রাক্তন ক্রিকেট তারকা। কি প্রতিক্রিয়া দিল শাসকদল? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২৭ সে নভেম্বর মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর একে একে দলের সঙ্গে সমস্ত রকম সম্পর্কের পালা শেষ করে বিজেপিতে চলে গিয়েছেন তিনি। আর আজ মন্ত্রিত্ব ছেড়ে দিলেন লক্ষ্মীরতন শুক্লা। শুধু মন্ত্রীত্ব নয়, তৃণমূলের জেলা সভাপতির পদ থেকেও ইস্তফা দিলেন তিনি। তাঁর এই মন্ত্রিত্ব ত্যাগে যথেষ্ট অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল। এ প্রসঙ্গে শাসক দল তৃণমূলের নেতারা তাঁদের প্রতিক্রিয়া জানালেন।

লক্ষ্মীরতন শুক্লার ঘনিষ্ঠ মহলে জানা গেছে যে, দলের সঙ্গে বেশ কিছুদিন ধরেই তেমন ঘনিষ্ঠ ছিলেন না তিনি। যেমনটা তিনি চেয়েছিলেন, তেমনটা তিনি করতে পারেননি। এই সমস্ত কারণে রাজনীতি থেকে অবসর নিয়ে আবার ক্রিকেট জগতে ফিরতে চান তিনি। তবে বিধায়ক পদ থেকে তিনি এখনও অব্যাহতি নেননি। তিনি জানিয়েছেন বিধায়ক হিসেবে তাঁর সময়সীমা সমাপ্ত করবেন তিনি।

লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিত্ব ছেড়ে দেবার পর তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, লক্ষ্মীরতন শুক্লা যদি সত্যিই মন্ত্রিত্ব ছেড়ে দেন, তবে তিনি যথেষ্ট দুঃখ পাবেন। অন্যদিকে, এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ জানালেন যে, কি কারণে নির্বাচনের পূর্বেই লক্ষ্মীরতন শুক্লা এভাবে তৃণমূল দল ছেড়ে দিলেন? তা তিনি জানেন না। তিনি জানান তৃণমূল দল তাঁকে বিধায়ক পদ দিয়েছিল। তাঁকে দলে মর্যাদা দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা করেছেন যে, শুধু রাজনীতির মানুষেরাই নন, অন্যান্য পেশার মানুষদেরও বিশেষ দায়িত্ব দিতে। তাঁরা যথেষ্ট ভাল কাজও করেছেন। তিনি জানালেন যে, বিজেপির এখন দেউলিয়া দশা চলছে, তাই তারা অন্য দলের দিকে বারবার নজর দিচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলীয় সূত্রের খবর, হাওড়া জেলার অপর এক মন্ত্রী অরূপ রায় এর সঙ্গে লক্ষ্মীরতন শুক্লার তেমন বনিবনা নেই। যেমন বিরোধ আছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। তবে, তাঁর মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন যে, লক্ষ্মীরতন শুক্লা যে পদত্যাগ করেছেন, এ বিষয়টি তার জানা নেই। তবে তিনি জানালেন যে, ভোটের আগে জেলা সভাপতির পদ ছেড়ে চলে যাওয়ার অর্থ হলো যুদ্ধক্ষেত্র থেকে সেনাপতির চলে যাবার মত ঘটনা। লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে তাঁর যে মনোমালিন্য হয়েছে, সেটা সম্পূর্ণ অস্বীকার করেছেন মন্ত্রী অরূপ রায়। তিনি জানিয়েছেন যে লক্ষ্মীরতন শুক্লা তাঁর ছোট ভাইয়ের মতো। দুজনের সম্পর্ক যথেষ্ট মধুর। তবে, ইতিপূর্বে তিনি জানিয়েছিলেন যে, রাজনীতির জন্য তিনি নিজের খেলাধুলার জগতের দিকে সেভাবে নজর দেবার সুযোগ পাচ্ছেন না।

রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগ সম্পর্কে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানালেন যে, যে দলের নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না, সে দল দীর্ঘদিন ধরে টিকে থাকতে পারে না। সিপিএমের বিরোধিতা করার উদ্দেশ্যেই তৈরি হয়েছিল তৃণমূল দলটি। কিন্তু ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল দলের অস্তিত্ব রক্ষার আর কোনো কারণ এখন আর নেই। অন্যদিকে, লক্ষ্মীরতন শুক্লকে বিজেপি দলে স্বাগত জানালেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি জানালেন যে, বিজেপিতে এলে তিনি সঠিকভাবে কাজ করতে পারবেন। দল তাঁকে কাজ করার উপযুক্ত সুযোগ দেবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!