এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মন্ত্রীত্ব হারালেও মমতার আনুগত্যের পুরস্কার পাচ্ছেন একাধিক হেভিওয়েট! দেখে নিন কার কপালে কি

মন্ত্রীত্ব হারালেও মমতার আনুগত্যের পুরস্কার পাচ্ছেন একাধিক হেভিওয়েট! দেখে নিন কার কপালে কি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে তৃতীয়বারের জন্য শাসন ক্ষমতা দখল করেছে তৃণমূল। আজ নতুন মন্ত্রিসভা গঠিত হলো। ৪৩ জন মন্ত্রীকে রাজ্যপাল শপথ বাক্য পাঠ করান। এবার, প্রাক্তন কৃষিমন্ত্রী আশিস বন্দোপাধ্যায়কে ডেপুটি স্পিকার করা হয়েছে। নির্মল ঘোষকে করা হয়েছে চিফ হুইপ। ডেপুটি চিফ হুইপ হলেন তাপস রায়। সরকারের বিশেষ দায়িত্ব দায়িত্বে আসতে চলেছেন পার্থ ভৌমিক ও অসীমা পাত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ রাজভবনে শপথ গ্রহণের পর নবান্নে উপস্থিত হয়েছিলেন রাজ্যের নবনিযুক্ত মন্ত্রীরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠক চলে। বৈঠকের পর গণমাধ্যমে বেশ কিছু বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে বলে, তিনি জানালেন। কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন পাঠানোর পর রাজ্যের সমস্ত নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হবে, বলে জানান তিনি। লকডাউন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, দরিদ্র মানুষের রুজি রোজগারের কথা ভেবেই রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হবে না।

মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ১ লক্ষ ভ্যাকসিন পাঠানো হয়েছে। এতে অভাব মিটবে না। ৫০ হাজার লোক টিকা পাবে এতে। কিন্তু দশ কোটি ভ্যাকসিন রাজ্যের প্রয়োজন। তিন কোটি ভ্যাকসিন রাজ্যের পক্ষ থেকে চাওয়া হয়েছে। মাত্র এক লক্ষ দেওয়া হয়েছে। এতে অভাব মিটবেনা। রাজ্যের ১ কোটি লোককে ইতিমধ্যেই ভ্যাকসিন দেয়া হয়েছে। আরও তিন-চার কোটি ভ্যাকসিন প্রয়োজন। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের অনেক টাকা আছে। ৩০ হাজার কোটি টাকা দিলে সকলকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!