এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মানুষের অভিযোগ শুনতে এসে আক্রান্ত কমিশন কর্তা, বাংলার আইনশৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন!

মানুষের অভিযোগ শুনতে এসে আক্রান্ত কমিশন কর্তা, বাংলার আইনশৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   রাজ্যে আইন-শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, এই অভিযোগ বিরোধীদের দীর্ঘদিনের। মূলত 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর হিংসার ঘটনা আরও মারাত্মক আকার ধারণ করেছে বাংলায়। যাকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে রাজ্যে ক্যাম্প গঠন করে আক্রান্ত মানুষদের অভাব অভিযোগ শোনা হচ্ছে। আর তার মাঝেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, তার জ্বলন্ত উদাহরণ সামনে এল।

যেখানে মানুষের অভিযোগ শুনতে গিয়ে আক্রান্ত হতে হলো জাতীয় সংখ্যালঘু কমিশনার ভাইস চেয়ারম্যান আতিফ রশিদকে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে। স্বাভাবিকভাবেই ক্রমশ চাপ বাড়ছে রাজ্যের তৃণমূল সরকারের ওপর।

বস্তুত, বিগত দুইদিন ধরে কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভে ভোট পরবর্তী হিংসা নিয়ে আক্রান্ত মানুষজনের কথা শোনার জন্য জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে একটি ক্যাম্প করা হয়েছিল। আর সেখানেই পৌঁছে যান জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান‌। কিন্তু সেখানে পৌছতে তাকে ব্যাপক বাধা দেওয়া হয়। এমনকি তার ওপর হামলা করা হয় বলেও অভিযোগ। আর জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যানের ওপর এভাবে হামলার অভিযোগ সামনে আসার সাথে সাথেই রাজ্যে যে হিংসার ঘটনা ঘটে চলেছে, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ বলেন, “জেলা প্রশাসন ও স্থানীয় থানাকে জানানো হয়েছিল। কেউ উপস্থিত ছিলেন না। আজ আমার সঙ্গে যা ঘটল, তাতেই বোঝা যাচ্ছে, সাধারণ মানুষের কি অবস্থা! আমি বললেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। সাধারন মানুষের কি দুরাবস্থা, এই ঘটনা থেকেই তা পরিষ্কার।”

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, জাতীয় মানবাধিকার কমিশন থেকে শুরু করে অন্যান্য কমিশন এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার রাজ্যের ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করা হয়েছে। তবে বারবার সরকারের পক্ষ থেকে সেই হিংসার ঘটনাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। এমনকি দুই, একটি ছোট ঘটনা ঘটলেও রাজ্যের পরিস্থিতি সম্পূর্ণরূপে শান্ত আছে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই পরিস্থিতিতে হিংসার ঘটনা খতিয়ে দেখতে আসা জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান যেভাবে হামলার শিকার হলেন, তাতে তৃণমূল সরকারের দিকেই বড় প্রশ্নচিহ্ন তুলতে শুরু করেছেন একাংশ‌।

এক্ষেত্রে বিরোধীরা এই গোটা ঘটনাকে সামনে রেখে যেমন তৃণমূল বিরোধিতার বড় হাতিয়ার পেয়ে গেল, ঠিক তেমনই রাজ্যে যে হিংসার ঘটনা অনবরত ভাবে ঘটে চলেছে, তা এই ঘটনা থেকেই আরও একবার স্পষ্ট হয়ে গেল বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে এখন বিশবাঁও জলে, সেই বিষয়টি জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যানের ওপর হামলা হওয়ার ঘটনার পর কেন্দ্রীয় সরকারের নজরে আরও স্বাভাবিকভাবেই চলে আসবে বলে দাবি একাংশের। যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিড়ম্বনা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!