এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > মানুষের অভাব-অভিযোগ শুনতে এখন থেকে জেলা কার্যালয়ে নিয়ম করে বসতে চলেছেন বিজেপির বিধায়কেরা

মানুষের অভাব-অভিযোগ শুনতে এখন থেকে জেলা কার্যালয়ে নিয়ম করে বসতে চলেছেন বিজেপির বিধায়কেরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জনপ্রতিনিধিদের কাছে অভাব অভিযোগ জানাতে গিয়ে অনেক সময় অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষকে। সাংসদ, বিধায়কদের সঙ্গে প্রয়োজনে সাক্ষাৎ করা অনেক সময়ে কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে মানুষের অভাব-অভিযোগ শুনতে বিশেষ পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব। জানানো হয়েছে, এবার থেকে মানুষের সেবার উদ্দেশ্যে, মানুষের অভাব অভিযোগ শুনতে একেবারে রুটিন করে দলের কার্যালয়ে উপস্থিত থাকবেন জেলার বিধায়কেরা। রবিবার বাদে সপ্তাহের প্রতিদিনই কোনো না কোনো বিধায়কদের সঙ্গে দেখা করতে পারবেন এলাকাবাসী। কখন, কোথায় তাঁরা বসবেন? তা জানিয়ে দেয়া হবে সোশ্যাল মিডিয়াতে।

ইতিপূর্বে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে নিয়ে বারবার অভিযোগ উঠেছে। অনেকে অভিযোগ করেছেন, নির্বাচনে জয়লাভের পর তাঁর কাছে যাবার সুযোগ পাচ্ছেন না সাধারণ মানুষ। গত বছর করোনা সংক্রমনের সময়, তাঁকে কাছে পেয়ে বহু মানুষ ক্ষুব্ধ হন। বেশকিছু মানুষ তাঁর বাড়ির কাছে গিয়ে বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছিলেন। তাই এ বিষয়ে বিশেষ কঠোর পদক্ষেপ নিতে চলেছে বিজেপি। এখন থেকে পুরুলিয়া জেলার বিজেপি বিধায়কেরা নিয়ম করে প্রতিদিন দলীয় কার্যালয়ে বসবেন বলে জানা যাচ্ছে।

পুরুলিয়ার লোকসভা কার্যালয় এখন বিজেপির জেলা অফিসে পরিণত হয়েছে। এখানেই নিয়ম করে বসবেন বিজেপির বিধায়করা। প্রতি সোমবার এখানে বসবেন জয়পুরের বিধায়ক নরহরি মাহাতো। মঙ্গলবার এখানে বসবেন কাশিপুরের বিধায়ক কমলাকান্ত হাঁসদা। বুধবার এখানে আসবেন বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতো। বৃহস্পতিবার এখানে বসবেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। শুক্রবার এখানে বসবেন রঘুনাথপুরের বিধায়ক বিবেকানন্দ বাউরি। শনিবার এখানে বসবেন পাড়ার বিধায়ক নদিয়াচাঁদ বাউরি। দুপুর একটা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত বিধায়কেরা থাকবেন জেলা কার্যালয়ে। সেসময় বিধায়কের সঙ্গে দেখা করতে পারবেন এলাকাবাসী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় জানালেন যে, দল যে নির্দেশ দিয়েছেন, তা তিনি পালন করবেন। জেলার সমস্ত মানুষের যাতে কোন অসুবিধা না হয়, এ কারণেই একেক জন বিধায়ককে একেকদিন করে জেলা কার্যালয়ে বসবার নির্দেশ দেয়া হয়েছে। তবে অনেকে দাবি করেছেন, বিধায়কদের মত জেলা সাংসদকেও সপ্তাহের কোন একটি নির্দিষ্ট দিন করে কার্যালয়ে বসানো হোক।

আবার, এ প্রসঙ্গে পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জানালেন যে, নিজের এলাকার বিধায়ককে পেতে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয়, সেজন্যই এই ধরনের রুটিন করে দেয়া হয়েছে। জেলার মানুষজন যাতে সপ্তাহের ছদিন বিধায়কদের দলের কার্যালয়ে পান, সেটাই তাদের লক্ষ্য। বিধায়ক কে না পেয়ে, যেন কাজ আটকে না যায়। সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।

এভাবেই বিধায়কদের রুটিনমাফিক কার্যালয়তে উপস্থিত থাকবার নির্দেশ দেয়া হয়েছে দলের পক্ষ থেকে। এছাড়াও বিধায়কের নির্দেশ দেয়া হয়েছে যে, এলাকার উন্নয়নের ও তার রূপায়নের পরিকল্পনা ঠিক সময়মতো দলের কাছে জানাতে হবে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে যথেষ্ট ভাল ফল লাভ করেছিল বিজেপি। তবে, বিধানসভা নির্বাচনে কাঙ্খিত ফলাফল হয়নি বিজেপির। এই পরিস্থিতিতে জঙ্গলমহলে নিজেদের হারানো জমি পুনরুদ্ধারে সচেষ্ট হল বিজেপি। মানুষের মন জয় করে সে কাজ শুরু করতে চলেছে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!