এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > মানুষকে ঘরে রাখতে অভিনব উদ্যোগ পুলিশের! বাড়ি বাড়ি পৌঁছে যাবে জিনিসপত্র!

মানুষকে ঘরে রাখতে অভিনব উদ্যোগ পুলিশের! বাড়ি বাড়ি পৌঁছে যাবে জিনিসপত্র!


করোনা ভাইরাসকে আটকাতে গেলে লকডাউন প্রক্রিয়াকে সফল করতেই হবে। মানুষ গৃহবন্দী হয়ে থাকলে এবং একে অপরের সংস্পর্শে না আসলে এই ভাইরাসের প্রবণতা যে অনেকটাই কমবে, তা বারেবারেই বলছেন বিশেষজ্ঞ থেকে চিকিৎসকরা। তবে গৃহবন্দি হওয়ার নির্দেশ দেওয়া হলেও, মাঝেমধ্যেই সেই লকডাউনের নির্দেশকে উপেক্ষা করে বাজারে বের হতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। আর সাধারণ মানুষকে ঘরমুখী করতে নয়া উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পুলিশ।

সূত্রের খবর, এলাকাবাসীরা যাতে ঘরেই থাকেন, তার জন্য তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং বাজারের ব্যাগ হাতে নিয়ে সিভিক ভলেন্টিয়ার বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন। যেখানে ফর্দ মিলিয়ে সাধারণ মানুষদের হাতে দেওয়া হচ্ছে সামগ্রী। আর সাধারণ মানুষ যখন কার্যত নিঃসঙ্গ, ঠিক তখনই পুলিশের পক্ষ থেকে জনতা জনার্দনের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন প্রত্যেকেই। লকডাউনের সময় অনেকেই অভিযোগ করেছিল যে, পুলিশ, প্রশাসন কারণে বাইরে বেরোলেও, তাদের ওপর লাঠিচার্জ করছে।

যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু এবার সেই পুলিশ প্রশাসনের একটি মানবিক রুপ সাধারণের কাছে বাজারের ফর্দ শুনে ব্যাগভর্তি বাজার বাড়িতে পৌঁছে দেওয়া নিঃসন্দেহে এই দুর্দিনে মানবিক ঘটনা হিসেবেই চিহ্নিত হয়ে থাকল বলে মত বিশেষজ্ঞদের। এদিন এই প্রসঙ্গে মন্তেশ্বরের এক পুলিশ অফিসার বলেন, “লকডাউনকে 100% সফল করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। বাড়ি বাড়ি গিয়ে টাকা নিয়ে তাদের প্রয়োজনমতো মালপত্র কিনে পৌঁছে দেওয়া হচ্ছে তাদের বাড়িতে।” সব মিলিয়ে লকডাউন প্রক্রিয়া যাতে সফল হয়, তার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক রূপে দেখা গেল পুলিশ প্রশাসনকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!