এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > করিমপুরে মহুয়া-ম্যাজিক অব্যাহত! দুই হেভিওয়েট নেতা সহ বড় ভাঙন গেরুয়া শিবিরে

করিমপুরে মহুয়া-ম্যাজিক অব্যাহত! দুই হেভিওয়েট নেতা সহ বড় ভাঙন গেরুয়া শিবিরে


রাজ্যে ৩ বিধানসভা আসনে উপনির্বাচন অব্যাহত। আর এই ৩ টি আসনের মধ্যে একমাত্র নদীয়ার করিমপুর আসনে কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকছে, রাজ্যের শাসকদল। কেননা, লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাকি দুই আসনে বিপুল ভোটে বিজেপির কাছে পিছিয়ে আছে তারা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ব্যবধান প্রায় ৫৭ হাজার, অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর-সদরের ব্যবধান প্রায় ৪৫ হাজার।

সেখানে করিমপুরে তৃণমূল বিজেপির থেকে এগিয়ে ছিল প্রায় ১৪ হাজার ভোটে। আর তাই, আসন্ন উপনির্বাচনে করিমপুর নিয়ে সামান্যতম গাছাড়া মনোভাব দেখাতেও রাজি নয় শাসক শিবির। আর তাই সেখানে একদিকে যেমন মাটি কামড়ে পরে আছে টীম পিকে, অন্যদিকে তেমনই নির্বাচনী বৈতরণী পার করার দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ তথা জেলা সভাপতি মহুয়া মৈত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করিমপুর আসনটি, এককথায় বাম শিবিরের গড় ছিল, ১৯৭২-এ অরবিন্দ মন্ডলের পরে এই আসনে দক্ষিণপন্থী কেউ জয়ী হতে পারেননি। একেবারে ২০১৬ তে এসে এখানে ঘাসফুল ফোটান মহুয়াদেবী। কিন্তু তাঁকে লোকসভায় পাঠানোর সিদ্ধান্ত নেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই, আসনে উপনির্বাচন হতে চলছে। কিন্তু, নিজে সাংসদ হয়ে গেলেও, একদা যে বিধানসভা তাঁকে রাজনৈতিক স্থায়িত্ব দিয়েছে – তা নিজের দলের দখলে রাখতে কোমর বেঁধে উদয়াস্ত পরিশ্রম করে যাচ্ছেন মহুয়াদেবী।

ইতিমধ্যেই একদিকে প্রচারে এলাকা চোষে বেড়ানোর পাশাপাশি, নিয়মিতভাবে মূল প্রতিপক্ষ গেরুয়া শিবিরে ভাঙ্গন ধরিয়ে যাচ্ছেন তিনি। গতকালও প্রচার সভার শেষে দলীয় প্রার্থী বিমলেন্দু সিংহ রায়কে সঙ্গে নিয়ে দুই হেভিওয়েট স্থানীয় বিজেপি নেতা ইয়াসুদ্দীন মন্ডল (যিনি একদা সিপিএমের টিকিটে পঞ্চায়েত প্রধান হয়েছিলেন) ও প্রশান্ত মন্ডলকে ঘাসফুল শিবিরে যোগদান করান মহুয়াদেবী। এই দুই স্থানীয় হেভিওয়েট নেতার পাশাপাশি আরও ৮০ জন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকও এদিন মহুয়াদেবীর হাত ধরে শাসক শিবিরে নাম লেখান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!