এখন পড়ছেন
হোম > জাতীয় > অন্যদল থেকে আগতদের ‘অহেতুক’ গুরুত্ব কমছে বিজেপিতে? নতুন ইঙ্গিতে ক্রমশ তীব্র হচ্ছে জল্পনা

অন্যদল থেকে আগতদের ‘অহেতুক’ গুরুত্ব কমছে বিজেপিতে? নতুন ইঙ্গিতে ক্রমশ তীব্র হচ্ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় 18 টি আসন দখল করার পর এই তৃণমূল ছেড়ে অনেক হেভিওয়েট নেতা বিধায়ক ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। আর রাজ্যের শাসকদলের এই সমস্ত নেতারা বিজেপিতে যোগ দেওয়ার পর অনেকেই নিরাপত্তা দাবি করে বসেছিলেন। যার ফলে অনেককেই কেন্দ্রীয় নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে দেওয়া হয়েছিল। আর অন্যদল থেকে আসা নেতাদের নিরাপত্তা দিতে এভাবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ব্যবহার করায় বিজেপির অনেকেই ক্ষোভে ফুসতে শুরু করেছিলেন।

দলের দুর্দিনে যারা লড়াই করেছেন, তাদের গুরুত্ব না দিয়ে এভাবে অন্য দল থেকে আসা নেতাদের এতটা নিরাপত্তা দেওয়া হচ্ছে কেন! তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল দলের অন্দরে। তবে এবার দলের অভ্যন্তরীণ চাপে রাজ্য বিজেপির তরফে কয়েকজন নেতার নিরাপত্তার তুলে নেওয়া হতে পারে বলে খবর পাওয়া গেল। সূত্রের খবর, ইতিমধ্যেই বিজেপির অন্দরে এই ব্যাপারে ক্ষোভ দানা বাঁধছে।

মূলত রাজ্য বিজেপির তরফে কেন্দ্রের কাছে এই কথা জানানো হয়েছে। যার ফলে এখন বঙ্গ নেতাদের সিকিউরিটি রিভিউয়ের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ছোট-বড়-মাঝারি অনেক নেতাকেই কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। কিন্তু আদৌ তাদের তা প্রয়োজন নেই। তাই দলের কর্মীদের অসন্তোষ যাতে না বাড়ে, তার জন্য এখন রাজ্য বিজেপি কেন্দ্রের কাছে এই ব্যাপারে আর্জি জানাতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে যদি দলের অন্দরে এই ছোটখাটো বিষয় নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়, তাহলে তা মারাত্মক আকার ধারণ করতে পারে। যার ফলে ক্ষমতা দখল করার অসুবিধা হতে পারে ভারতীয় জনতা পার্টির পক্ষে। কেননা এখন একদিকে তাদের সংগঠন সাজাতে হবে এবং অন্যদিকে মানুষের কাছে তৃণমূল বিরোধীতার কথা প্রচার করতে হবে।

সেদিক থেকে নিজেদের অন্তর্দ্বন্দ্বেই যদি বিজেপি জড়িয়ে পড়ে, তাহলে তৃণমূলের তা অত্যন্ত সুবিধে হয়ে পড়বে। তাই যে বিষয় নিয়ে সব থেকে বেশি সমস্যা, সেই ছোট-বড়-মাঝারি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বিষয়টি দেখভাল করা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই বিষয়ে এখন রাজ্য নেতাদের বিভিন্ন নিরাপত্তার ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কি সিদ্ধান্ত গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!