এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সরকারের ঘুম উড়িয়ে পৃথক রাজ্যের দাবিতে জানুয়ারি থেকে বৃহত্তর আন্দোলনের জন্য এক ছাতার তলায় আসছে বহু সংগঠন

সরকারের ঘুম উড়িয়ে পৃথক রাজ্যের দাবিতে জানুয়ারি থেকে বৃহত্তর আন্দোলনের জন্য এক ছাতার তলায় আসছে বহু সংগঠন


বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, লোকসভা নির্বাচনের আগে ফের পৃথক রাজ্যের দাবিতে একজোট হতে চলেছে গ্রেটারের ২ গোষ্ঠী। আর সেই ঘটনায় এখন প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে গোটা কোচবিহার জেলাজুড়ে।

সূত্রের খবর, গত কাল গ্রেটারের দুই গোষ্ঠী সহ বিভিন্ন সমমনোভাবাপন্ন সংগঠন একজোট হয়ে আগামী জানুয়ারি মাস থেকে ফের কোচবিহার জেলা জুড়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, অনেকদিন আগে জ্যোতিষচন্দ্র সরকারের নেতৃত্বে এই গ্রেটারদের আন্দোলন তীব্র ভাবে দানা বেঁধেছিল কোচবিহারে। আর যার জেরে অশান্তির আগুন ছড়িয়ে পড়েছিল উত্তরবঙ্গের জেলাগুলিতে। আর এবারে ফের এই গ্রেটারের ২ গোষ্ঠী সংঘবদ্ধ হয়ে ঐক্যমত্যের ভিত্তিতে এক বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছেন যে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তাদের দাবি মেটানোর ব্যাপারে তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছে একটি সময়সীমা বেঁধে দেবেন।

আরও জানা যায়, যদি এই উক্ত সময়সীমার মধ্যে কেন্দ্রের পক্ষ থেকে কোনরূপ পদক্ষেপ নেওয়া না হয় তাহলে সারা জেলা জুড়ে আন্দোলন গড়ে তুলবে তাঁরা। কিন্তু কিভাবে হবে এই অবরোধ? এদিকে এদিনই কোচবিহারের কোতোয়ালি থানার কাছে পঞ্চশহীদ ভবনে অনন্ত রায় গোষ্ঠী থেকে বেরিয়ে আসা গ্রেটারের নয়া কমিটির নেতা বিষ্ণু চন্দ্র রায়, সুধীর অধিকারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তাছাড়া, মূল গোষ্ঠী থেকে সরে গিয়েও তাঁরা কেন ফের আন্দোলনে নামলেন? এদিন এই প্রসঙ্গে বৈঠকে যোগ দেওয়া একাংশ বলেন, গ্রেটারের অনন্ত রায় ও বংশী বদন বর্মন রাজ্য গঠনের মূল দাবি থেকে সরে আসায় আন্দোলনের সুর অনেকটাই কেটে গিয়েছিল। তাই তাঁরা প্রত্যেকে আবার এক ছাতার তলায় এসে আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করেছেন।

অন্যদিকে এই প্রসঙ্গে গ্রেটার নেতা লক্ষীকান্ত বর্মণ বলেন, “পৃথক রাজ্যের দাবিতে আমরা আবার সংগঠিত হয়েছি। আপাতত দিল্লিতে দরবার করব। সেখানে দাবি না মিটলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।”

এদিকে এই প্রসঙ্গে বিচারের নয়া কমিটির সাধারণ সম্পাদক ধর্মেশ্বর বড়ুয়া বলেন, “আমরা আমাদের দাবি পূরণের ব্যাপারে আগে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠিয়েছি। কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা এদিন কেন্দ্রীয় কমিটির বৈঠক করেছি। ভবিষ্যতে বড় আন্দোলনে রাস্তায় নামব।” সব মিলিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের পৃথক রাজ্যের দাবিতে কোচবিহারে আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন গ্রেটাররা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!