এখন পড়ছেন
হোম > জাতীয় > মাও-প্রতিরক্ষায় বড় সিদ্ধান্ত কেন্দ্রের, আশঙ্কার সিঁদুরে মেঘ দেখছে রাজ্য

মাও-প্রতিরক্ষায় বড় সিদ্ধান্ত কেন্দ্রের, আশঙ্কার সিঁদুরে মেঘ দেখছে রাজ্য

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনিচ্ছা সত্ত্বেও এই রাজ্য থেকে আধাসেনা প্রত্যাহারের সিদ্ধান্তে অবিচল। প্রসঙ্গত কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্তে পশ্চিমবঙ্গ,বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশ থেকে প্রায় ৭০০০ আধাসেনা সরিয়ে নেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে দু’‌কোম্পানি আধাসেনা এবং বাকি তিন রাজ্য থেকে এক কোম্পানি করে আধাসেনা সরানো হচ্ছে। এই চার রাজ্য থেকে আধা সেনাবাহিনীকে ছত্তিশগড়ে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। পরিকল্পনা অনুয়ারী ছত্তিশগড়ের দক্ষিণ বাস্তারে মাওবাদী দমনেই এদের কাজে লাগানো হবে।

উল্লেখ্য ঐ রাজ্যের সুকমা, দান্তেওয়াড়া, বিজাপুর, কাঙ্কের, কোণ্ডাগাঁওয়ে প্রভৃতি জায়গায় বিগত কয়েক মাস যাবত মাওবাদীদের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এমনকি একাধিক জায়গায় আধাসেনার উপর হামলা হয়েছে। তাই মাওবাদী  সক্রিয়তা দমন করতেই এবার মাওবাদী প্রভাবিত এলাকার অন্দরে গিয়ে আধা সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে পশ্চিমবঙ্গের যে অঞ্চলগুলি থেকে দুই কোম্পানি আধা সেনা বাহিনী সরানো হচ্ছে সেখানে গত কয়েক মাস ধরে মাওবাদী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় আধা সেনাবাহিনী সরিয়ে নিলে যে মাওবাদী সক্রিয়তা অবাধে চলবে যে বিষয়ে রাজ্যের প্রশাসনিক স্তরে কোনো দ্বিমত নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!