এখন পড়ছেন
হোম > অন্যান্য > জেনে নিই ৯ই সেপ্টেম্বরে আজকের দিনে আর কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে

জেনে নিই ৯ই সেপ্টেম্বরে আজকের দিনে আর কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ৯ই সেপ্টেম্বর । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —

১. ১৭৭৬ সালে আজকের দিনে কন্টিনেন্টাল কংগ্রেস “ইউনাইটেড স্টেটস” নামটি দেয়।

২. ১৭৯১ সালে আজকের দিনেই আমেরিকার প্রথম রাষ্ট্রপতির নামানুসারে রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি রাখা হয়।

 

৩. ১৯৪৮ সালে আজকের দিনে উত্তর কোরিয়ার জন্ম ঘোষিত হয়।

৪. ১৯৯১ সালে আজকের দিনে তাজাকিস্তানের সোভিয়েত থেকে বেরিয়ে এসে স্বাধীনতা লাভ করে।

. ২০০২ সালে আজকের দিনে ভারতের বিহারে ভয়াবহ রফিগঞ্জ রেল দূর্ঘটনা হয়।

 

৬. ১৮২৮ সালে আজকের দিনে বিখ্যাত রুশ লেখক লিও টলস্টয় জন্মগ্রহণ করেন।

৭. ১৯৬৭ সালে আজকের দিনে ভারতের সিনেমা জগতের বিখ্যাত অভিনেতা অক্ষয় কুমার জন্মগ্রহণ করেন।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

৮. ১৯৭৬ সালে আজকের দিনে চীনের বিখ্যাত কমিউনিস্ট নেতা, দার্শনিক মাও সেদং দেহত্যাগ করেন।

. ১৯৮১ সালে আজকের দিনে বিখ্যাত ফরাসী দার্শনিক জ্যাক লাঁকার জীবনাবসান হয়।

১০. ১৯৪৫ সালে আজকের দিনে আমেরিকায় প্রথম কম্পিউটার বাগ দেখা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!