এখন পড়ছেন
হোম > জাতীয় > মাওবাদী হামলা নিয়ে কেন্দ্রকে আক্রমণ, অমিত শাহকে পরামর্শ অভিষেকের!

মাওবাদী হামলা নিয়ে কেন্দ্রকে আক্রমণ, অমিত শাহকে পরামর্শ অভিষেকের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিজেপির পক্ষ থেকে যখন দাবি করা হচ্ছে, তারা এবার রাজ্যের ক্ষমতায় এলে সোনার বাংলা গঠন করবে, তখন তৃনমূল দাবি করছে, আগে সোনার ভারত গঠন করুক। তারপর সোনার বাংলা গঠনের দিকে মনোযোগী হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এমনিতেই বাংলা সোনার হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে সম্মুখ সমর লড়াইয়ে নেমেছে দুই রাজনৈতিক দল। বিভিন্ন নির্বাচনী সভা থেকে একদল অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেই চলেছে।

বর্তমানে রাজ্যে লাগাতার সভা করতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আর এই পরিস্থিতিতে বাংলার নির্বাচনের সময় ছত্রিশগড়ে মাওবাদী হামলা নিয়ে এবার নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে ছত্রিশগড়ে মাওবাদী হামলার কথা তুলে ধরে সেখানে নজর দেওয়া হোক বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিলেন তৃণমূলের অলিখিত সেকেন্ড-ইন-কমান্ড।

সূত্রের খবর, রবিবার জয়নগরে একটি জনসভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। অমিত শাহকে উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ছত্রিশগড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর হামলার ঘটনার পর সেখানে উপস্থিত না থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে মিটিং, মিছিল করে যাচ্ছেন। আবার বড় বড় কথা বলছেন। ওরা আবার দেশপ্রেম শেখাচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একথা বলে বোঝানোর চেষ্টা করলেন, বিজেপির কাছে ক্ষমতা দখল সবার আগে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন না করে ছত্রিশগড়ে মাওবাদী হামলার সময় বারবার পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে যখন বিজেপির হাওয়া তীব্র করতে চাইছেন, তখন তাকে মাওবাদী হামলার বিষয়ে আক্রমণ করে কার্যত ব্যাকফুটে ফেলে দিতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকরা বলছেন, এবারের লড়াই অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে চলেছে বাংলায়। একদিকে তৃণমূল এবং অন্যদিকে বিজেপি, শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসবে, তা দেখার বিষয়। আর এই পরিস্থিতিতে রাজ্যে এসে এবার ক্ষমতা দখল করতে রীতিমত মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী নিত্যনৈমিত্তিক ভাবে রাজ্যে এসে বিভিন্ন জনসভা থেকে তৃণমূলের বিরুদ্ধে সরব হচ্ছেন।

তবে এবার ছত্রিশগড়ে মাওবাদী হামলার কথা তুলে ধরে অমিত শাহকে আক্রমণ করে রীতিমত বিজেপির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন তৃণমূলের যুব সভাপতির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!