এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > মাওবাদী পোস্টারকে নিয়ে এবার মুখ খুললেন সভাপতি,জেনে নিন কি বললেন তিনি

মাওবাদী পোস্টারকে নিয়ে এবার মুখ খুললেন সভাপতি,জেনে নিন কি বললেন তিনি


সম্প্রতি এক বিজেপি নেতাকে মেরে ফেলার হুমকি দিয়ে মাওবাদী কায়দায় পোষ্টার পড়াকে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হল পুরুলিয়ার আড়ষা থানার ঝুঁঝকা গ্রামে।আড়শা ব্লকের বিজেপির সাধারন সম্পাদক দেবাশিষ মিশ্রর বাড়ি হেঁসলা অঞ্চলে। এককথায়  তাঁর বাড়িতেই রয়েছে হেঁসলা অঞ্চল বিজেপির কার্যালয়ও।

গত শনিবার সকালে হঠাৎ ওই কার্যালয়ের দেওয়ালে লাল কালিতে লেখা দেবাশিষ মিশ্রকে মেরে ফেলার হুমকি দেওয়া একটি পোষ্টার দেখে আতঙ্কিত হয়ে পড়েন দেবাশিষ মিশ্রের বাবা নরেন্দ্রনাথ মিশ্ল। আতঙ্ক আরও বৃদ্ধি পায় যখন পোষ্টারের শেষে তিনি দেখতে পান যে লেখা আছে “ইতি মাওবাদী।” এই নিয়ে এবার মুখ খুললেন ওখানকার জেলা সভাপতি।

এনিয়ে জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সবকিছুর জন্য দায়ী করেছেন তৃণমূলকে। তিনি জানান যে ,দেবাশিষ মিশ্র আরসা মন্ডলে সাধারণ সম্পাদক এবং তার নেতৃত্বে ওই অঞ্চলে বিজেপির সংগঠন করেছে এবং ভোটের ভাল রেজাল্ট করেছে আর তারপর থেকেই তৃণমূলে তরফ থেকে নানাভাবে উত্ত্যক্ত করা হচ্ছে। আজকে লাল কালিতে যে পোস্টার পড়েছে সেটা তৃণমূলের কাজ। মাওবাদীদের নাম করে তৃণমূল নিয়েই এই কাজ করেছে। অতীতে ও আগামী দিনে তারা যে অপরাধ করতে চলেছে তা মাওবাদীদের নাম করে চালাচ্ছে। পুরুলিয়ায় মাওবাদী বলে আর কিছু নেই যা কিছু সন্ত্রাস করছে সব তৃণমূল করছে। ছলে বলে কৌশলে তারা চেষ্টা করছে বোর্ড দখলের কিন্তু সে গুড়ে বালি ভারতীয় জনতা পার্টি কে এভাবে আটকাতে পারবে না যতোই মাওবাদীদের নামে পোস্টার লাগাক।

দেখে নিন ভিডিওতে :-

https://www.youtube.com/watch?v=qhUPP2R9Shw

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!