এখন পড়ছেন
হোম > রাজ্য > মাও হানায় নিহত জওয়ানের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার মন্ত্রী স্বপ্নন দেবনাথের

মাও হানায় নিহত জওয়ানের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার মন্ত্রী স্বপ্নন দেবনাথের


মাওবাদী হানায় নিহত জওয়ান পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁদের সমবেদনা জানানোর পাশাপাশি মাওবাদী কার্যকলাপ নিয়েও নিজের যাবতীয় ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তবে এটাও জানান,বাম আমলে সেই মাওবাদীদের উৎপাত কমেছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর।

তিনি প্রকৃতপক্ষে দেখিয়ে দিয়েছেন কীভাবে মাওবাদীদের লাগাম টানত হয়। পশ্চিমবঙ্গকে মডেল করেই অন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মাওবাদীদের রুখতে এগিয়ে আসা উচিৎ বলে মনে করছেন তিনি। নিহত সিআইএসএফ জওয়ান দীনাঙ্কর মুখোপাধ্যায়ের স্ত্রী মিতাদেবীও একই সুরে বললেন মতে, ছত্তিশগড়ের সরকার মাওবাদী সমস্যা মেটাতে অতোটা তৎপর নয়। তাই সাধারণ মানুষকে এতো ভোগান্তির শিকার হতে হচ্ছে।

সূত্রের খবর, নিহত দীনাঙ্করবাবু বর্ধমানের ইছালাবাদের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন কাজ করেছেন ছত্তীসগড়ের দন্তেওয়াড়ায়। ঘটনার দিন সকালে বাসে চড়ে সিআইএসএফের বাজার করতে গিয়েছিলেন৷ সেই বাসেই বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ফলশ্রুতিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দীনাঙ্কর বাবু সহ পাঁচ জনের। বিকাল তিনটে নাগাদ স্বামীর মৃত্যু সংবাদ কানে আসে মিতা দেবীর।

ক্ষোভে দুঃখে দিশাহারা অবস্থায় প্রতিক্রিয়ায় মিতা দেবী রাজ্যসরকারের দিকে অভিযোগের আঙুল তুলে জানান,‘‘সরকার ইচ্ছে করে মাওবাদী সমস্যা জিইয়ে রেখেছে। এই সমস্যা সরকারের মেটানো উচিত।’’ এরপর এদিন স্বপনবাবু নিহতের পরিবারকে সমবেদনা জানাতে যান। সেখানেই এই দুঃসময়ে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী।

উল্লেখ্য, দীনাঙ্করবাবুর ছেলে দেবজিৎ ইংরেজি মাধ্যম স্কুলে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছে। এই প্রতিকূল পরিস্থিতিতে যাতে সে পড়াশুনো চালিয়ে নিয়ে যেতে পারে তার জন্যে প্রয়োজনীয় আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

বলেন, ‘‘আমরা নিহতের পরিজনকে সব রকম সহযোগিতা করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পূর্ত ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেও জানাব। তাঁদের নির্দেশমতো কাজ হবে।’’ মিতাদেবীও মিডিয়ার সামনে স্বীকার করে নিয়েছেন যে তৃণমূল এই প্রতিকূল পরিস্থিতিতে তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

অন্যদিকে, মাওবাদী হানায় একটি সাধারণ মানুষের প্রাণ যাওয়ার ঘটনাকে ‘মর্মান্তিক’ বলেই ব্যাখ্যা করেছেন বিজেপি-র জেলা সভাপতি (বর্ধমান সদর) সন্দীও নন্দী। তবে একটি বিজেপি শাসিত রাজ্যে মাওবাদী আক্রমণে যেহেতু প্রাণ গিয়েছে একজন সাধারণে,তাই সেটাকে ইস্যু করেই লোকসভা ভোটের আগে দলীয় প্রচার সারছে তৃণমূল,এমনটাই দাবীতে জানালেন তিনি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

বললেন, দীনাঙ্কর বাবুর মৃত্যুতে দুঃখ প্রকাশের ভাষা নেই। তবে নিহতে বাড়িতে দাঁড়িয়ে রাজনীতি করা শোভা পায় না,আর সেটাই করছে তৃনমূল। আর আসলে কেন্দ্রীয় সরকারের সক্রিয়তা না থাকলে মাওবাদী সমস্যা মিটতো না বলেই দাবীতে জানালেন বিজেপি নেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!