এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > জল্পনা বাড়িয়ে তৃনমুল নেতাদের হুমকি দিয়ে মাওবাদী পোস্টার পশ্চিম মেদিনীপুরে

জল্পনা বাড়িয়ে তৃনমুল নেতাদের হুমকি দিয়ে মাওবাদী পোস্টার পশ্চিম মেদিনীপুরে


কার্ত্তিক গুহ, পশ্চিম মেদিনীপুর: এগিয়ে আসছে লোকসভা নির্বাচন, আর ততই যেন জঙ্গলমহল এলাকায় ক্রমশ কোনঠাসা হচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাম জামানার অন্তিমকালে যে জঙ্গলমহল দুহাত ভরে আশীর্বাদ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে, সেখানেই এখন যেন চক্ষুশূল হয়ে গেছে ঘাসফুল শিবির। এর কিছুটা প্রমান মিলেছিল বিগত পঞ্চায়েত নির্বাচনে – সেখানে আদিবাসীদের কমিটির কাছে চাপে পরে অনেক জায়গায় মনোনয়নই জমা দিতে পারেননি তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।

এমনকি, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের যে কত আসন ‘অতি-সম্ভাবনাময়’ বলে মনে করছে তার মধ্যে জঙ্গলমহলের আসন গুলি অন্যতম। আর তার কারণও রয়েছে, কেননা স্থানীয় মহলের ধারণা ওই অঞ্চলে শাসকদলের সংগঠনের পায়ের তলার মাটি নাকি সরে গেছে। আর এবার তার বড়সড় প্রমান দিয়ে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত মুড়াকাটার জঙ্গলে মাওবাদী পোস্টার পাওয়া গেল।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আমাদের স্থানীয় প্রতিনিধির দেওয়া খবর অনুযায়ী, ওই এলাকায় রাস্তার পাশে বেশ কয়েকটি পোস্টার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পোস্টারের নীচে স্পষ্টভাবে লেখা রয়েছে – সিপিআই মাওবাদী। সবগুলি পোস্টারেই তৃণমূল নেতাদের হুমকি দেওয়া হয়েছে। পোস্টারে বলা হয়েছে, জঙ্গলমহলের মানুষকে বোকা বানিয়েছে রাজ্য সরকার। একদিকে ৫ টাকা কেজি দরে চাল দিচ্ছে আর অন্যদিকে জিনিসপত্রের দাম বাড়িয়ে চলেছে রাজ্যের সরকার। অপর একটি পোস্টারে চাঞ্চল্যকর হুমকি দেওয়া হয়েছে জঙ্গলমহলের তৃণমূল নেতাদের উদ্দেশ্য করে।

প্রসঙ্গত, মাত্র ১ দিন আগেই গোয়ালতোড় থানা এলাকা থেকে মাওবাদী সন্দেহে গ্রেফতার হয়েছে ৪ জন স্থানীয়কে। আর তার পরেই বুধবার রাতে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানা এলাকার মুড়াকাটা জঙ্গলের কাছে রাস্তার ওপর মিলল মাওবাদীদের পোস্টার। ফলে দুটি ঘটনার মধ্যে যোগ থাকতেই পারে বলে মনে করছেন স্থানীয় অধিবাসীরা। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে, নতুন করে মাও-আতঙ্ক ফিরছে তৃণমূল নেত্রীর সাধের জঙ্গলমহলে। ফলে, রীতিমত চাপে স্থানীয় তৃণমূল নেতৃত্ত্ব বলে রাজনৈতিক মহলে গুঞ্জন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!