এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মরার সময় এরকম হয়….” তৃণমূলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হেভিওয়েটের!

“মরার সময় এরকম হয়….” তৃণমূলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হেভিওয়েটের!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে শাসক দলের তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। এতদিন সেই দ্বন্দ্ব আড়ালে থাকলেও, এখন প্রকাশ্যেই একের পর এক তৃণমূলের শীর্ষ নেতা অপরের বিরুদ্ধে মন্তব্য করছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের উত্তর দিতে গিয়ে মরার সময় হয়ে গিয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সুকান্তবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “মরার সময় এরকম হয়। এখন এদের মরার সময় চলে এসেছে। যদুবংশের এভাবেই ধ্বংস হয়েছিল। তৃণমূলে এখন মুষলপর্ব চলছে। যত সময় যাবে, ততই এসব বাড়তে শুরু করবে।” অর্থাৎ যে গোষ্ঠীদ্বন্দ্ব শাসক দলে শুরু হয়েছে, তা যে তাদের শেষের শুরুর ইঙ্গিত, সেকথাই বুঝিয়ে দিতে চাইলেন সুকান্ত মজুমদার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!