এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ভোট গণনায় বিশাল সমস্যা? কবে হবে জয়-পরাজয়ের ঘোষণা? জেনে নিন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ভোট গণনায় বিশাল সমস্যা? কবে হবে জয়-পরাজয়ের ঘোষণা? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট দীর্ঘ চার বছর পর মার্কিন মুলুকের জোরদার উন্মাদনা প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে। মার্কিন মুলুকে প্রেসিডেন্টের লড়াইয়ে নেমেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের হয়ে এবং জো বাইডেন ডেমোক্র্যাট দলের হয়ে। দীর্ঘদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চলছে। কিন্তু গতকাল ছিল বিশেষ দিন। কিন্তু যেহেতু ভোটগ্রহণ আগে থেকেই চলছে, তাই 3 রা নভেম্বর ভোটগ্রহণ নিয়ে বিশেষ উন্মাদনা দেখা যায়নি। কিন্তু এবার শুরু হয়েছে ভোট গণনার কাজ। কখনো ট্রাম্প এগিয়ে যাচ্ছেন, কখনো বাইডেন এগিয়ে যাচ্ছেন। শেষ বাজি জিতবেন কে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে এখনো কয়েকদিন বলে মত বিশেষজ্ঞদের।

প্রায় 10 কোটি মার্কিন নাগরিক প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন ইতিমধ্যে। 19 কোটি নথিভুক্ত নাগরিকদের মধ্যে 10 কোটি ভোট আগেই পড়ে গেছে। অন্যদিকে ভোট গণনা শুরু হতেই শুরু হয়েছে উত্তেজনা। অধিকাংশ রাজ্যের ফলাফল প্রকাশ হতে শুরু হয়। শুরুর দিকে বাইডেন এগিয়ে গেলেও ফ্লোরিডা এবং টেক্সাস জিতে কিন্তু দূরত্ব কমিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাচনের পর থেকেই ফলাফল প্রকাশ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। একদিকে যেমন বাইডেন দাবি করছেন, তিনি এবছর নির্বাচনে মার্কিন প্রেসিডেন্টের পদ জিতবেন। তার জন্য অবশ্যই শেষ ভোট পর্যন্ত গণনা হওয়া দরকার।

অন্যদিকে ট্রাম্প অবিলম্বে ভোট গণনা বন্ধ করতে বলেছেন এবং ফলাফল ঘোষণার দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি আগে থেকেই অভিযোগ তুলেছেন, এবার ভোটে কারচুপি হয়েছে। তবে এই মুহূর্তে মার্কিন রাজ্য পেনসিলভেনিয়ার ওপর নির্ভর করছেন ট্রাম্প এবং বাইডেন উভয়ই। যদিও এখনো পর্যন্ত 20 কলেজ বিশিষ্ট পেনসিলভেনিয়াতে ট্রাম্প এগিয়ে রয়েছেন। কিন্তু চূড়ান্ত ফল এখনো ঘোষণা হয়নি। ডাকযোগে ভোট গণনা এখনো বাকি। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ ডেমোক্র্যাট ডাকযোগে ভোট দিয়েছেন। সেক্ষেত্রে নির্বাচনের গণনা স্বার্থে এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে আরো কিছুটা সময় লাগতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোট গণনায় যত দেরি হবে ততই বাইডেনের জয়ের সম্ভাবনা বাড়বে। তবে মার্কিন দেশে পেনসিলভেনিয়া, মিশিগান এবং উইসকনসিন রাজ্যের উপর নির্ভর করছে এখন মার্কিন নির্বাচনের ভাগ্য। তবে দেখা যাচ্ছে, আগাম ভোটের ক্ষেত্রে নথিভুক্ত ভোটারদের মধ্যে রিপাবলিকানদের থেকে 14 শতাংশ বেশি ভোট দিয়েছেন ডেমোক্র্যাটরা। তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মেইল ভোট পদ্ধতিতে কারচুপি হয়েছে। আর তাই তিনি নির্বাচনে হারলে সাংবিধানিক আইনি লড়াইয়ে যাবেন।

সেক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট পদ কে জিতবেন, তা কিন্তু এবার নির্ভর করতে চলেছে মার্কিন আদালতের সিদ্ধান্তের ওপর। অন্যদিকে মার্কিন দেশের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ট্রাম্প সমালোচনার সম্মুখীন হয়েছেন। তার মধ্যে করোনা আবহে যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠকারিতা দেখিয়েছেন, তাতে কিন্তু জনমানসে তার জনপ্রিয়তা বেশ কিছুটা ধাক্কা খেয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আপাতত দেখার, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে মার্কিন জনগণ কাকে এগিয়ে রাখেন? তবে তার জন্য অপেক্ষা করতে হবে এখনো বেশ কিছুদিন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!