এখন পড়ছেন
হোম > জাতীয় > জট বাড়ছে ম্যাসাঞ্জোর নিয়ে – বাংলার সঙ্গে বৈঠকই ভেস্তে দিল ঝাড়খন্ত, কোন পথে সমাধান?

জট বাড়ছে ম্যাসাঞ্জোর নিয়ে – বাংলার সঙ্গে বৈঠকই ভেস্তে দিল ঝাড়খন্ত, কোন পথে সমাধান?

ম্যাসাঞ্জোর নিয়ে বেশ জলঘোলা হচ্ছে পশ্চিমবঙ্গ-ঝাড়খন্ড রাজনৈতিকমহলে। বাংলার প্রশাসনের তরফ থেকে জট কাটানোর চেষ্টা করা হলেও কিছুতেই তার ইতি টানা যাচ্ছে না। দিন দিন বিষয়টি আরো ঘোরালো হচ্ছে,বলেই খবর পাওয়া যাচ্ছে। এদিনও জট কাটানো গেল না ম্যাসাঞ্জোর ইস্যুর। আসুন জেনে নেওয়া যাক এর পিছনে থাকা মূল কারণটি।

বাংলা-ঝাড়খন্ড সীমান্তে ময়ূরাক্ষী নদীর উপরে থাকা ম্যাসাঞ্জোর বাঁধের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল পশ্চিমবঙ্গ সরকার। এবং তা করতে গিয়েই বাংলার তৃণমূল সরকার নীল-সাদা রঙ করে দেয় বাঁধের গায়ে। এতেই ঘোর আপত্তি জানান ঝাড়খন্ড সরকার। ঝাড়খন্ডের বিজেপি সরকারের বক্তব্য,ম্যাসাঞ্জোর বাঁধ পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব মালিকানার আওতাধীন নয়। তাই  নিজেদের মর্জি খাটিয়ে নীল-সাদা রঙ করা যাবে না। বাঁধের পুরানো রং ফিরিয়ে দেওয়ায় দাবী জানান তাঁরা। তাদের সমর্থনে এগিয়ে আছে বঙ্গ বিজেপিও। এর জেরে ম্যাসাঞ্জোর বিতর্ক আরো জটিল হয়ে ওঠে। তৃণমূল বনাম বিজেপির মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়। বন্ধ হয়ে যায় বাঁধের রক্ষনাবেক্ষনের কাজ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

ওদিকে,বিক্ষুব্ধ ঝাড়খন্ড সরকার বাঁধের উপরে লাগানো পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ববাংলা লোগো ঢেকে দেয় এবং তার উপরেই ঝাড়খন্ডের সাইনবোর্ড টাঙিয়ে দেয়। তারপর এদিন ঝাড়খন্ডের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দশ্য করে গর্জে উঠে বলেন,বাঁধের দিকে বাংলা যেন আর নজর না দেয়। এদিকে তাকালেই চোখ খুবলে নেওয়া হবে। তারপরই বাংলার প্রশাসনের তরফ থেকেই বারবার এই ইস্যুর রফা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ঝাড়খন্ড সরকারের অসহযোগী আচরণে ঝুলে আছে বাঁধের ভবিষ্যত এমনটাই দাবি সরকারের । এদিও বাংলার দুই সরকারি কর্মকর্তার সঙ্গে ঝাড়খন্ডের দুমকা জেলাশাসকের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। সারাদিন অপেক্ষা করিয়ও বৈঠকে বসার কোনো গরজ দেখানো না ঝাড়খন্ড সরকার। ভেস্তে গেল বৈঠক। ফলে ম্যাসাঞ্জোর বাঁধের জল কোন দিকে গড়াবে,তা নির্ধারন  করা গেল না। যদিও ঝাড়খন্ড সরকারের দাবী,এই ড্যাম কোনো রাজ্যের নিজস্ব সম্পত্তি নয়। এটি রাষ্ট্রীয় সম্পদ। এর উপর ঝাড়খন্ডেরও সমান অধিকার আছে।

ঝাড়খন্ড সরকার বারবার কেন বৈঠকের দিন পিছিয়ে দিচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলে দফায় দফায় তৈরি হচ্ছে প্রশ্ন। উল্লেখ্য, আগামী কাল অর্থাৎ বুধবার বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খন্ড প্রশাসন। এ প্রসঙ্গে পড়শি রাজ্যের প্রতি কোনোরকম অসন্তোষ না দেখিয়ে বাংলার সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র জানান,ঝাড়খন্ড প্রশাসন বাংলাকে ফিরিয়ে দেননি। ডিম এম ব্যস্ত থাকার কারণেই বুধবার বৈঠকের বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!