এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মাস্ক ছাড়া বেরোলেই এবার শাস্তির মুখে, কঠোর পদক্ষেপ পুলিশের

মাস্ক ছাড়া বেরোলেই এবার শাস্তির মুখে, কঠোর পদক্ষেপ পুলিশের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের মুখে রাজ্যে করোনা সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। গত ২৪ ঘন্টায় প্রায় সাড়ে ৮ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে উদাসীন এখনো বহু মানুষ। একদিকে যেমন অবাধে জটলা, জনসমাগম চলছে, অন্যদিকে তেমনি মাস্ক পরিধান করতেও দেখা যাচ্ছে না অনেক মানুষকে। এবার, এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করল পুলিশ। আজ সকাল থেকেই কলকাতার বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলে। মাস্ক ছাড়া কেউ রাস্তায় এলেই তাকে গ্রেফতার ও মোটা অঙ্কের জরিমানা ধার্য করছে পুলিশ।

আজ সকাল থেকে কলকাতার বিভিন্ন স্থানে পুলিশের টহল চলে। একাধিক মানুষকে মাস্ক ছাড়া দেখে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ শ্যামপুর থানা এলাকা থেকে মাস্ক পরিধান না করায় বেশ কয়েক জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বহু লোককে মাস্ক না থাকায় জরিমানাও ধার্য করেছে পুলিশ। এর সঙ্গে সঙ্গেই মাস্ক ছাড়া ট্রেনে ওঠা বেশ কিছু ব্যক্তিকে জরিমানা করল রেল পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ শিয়ালদহ শাখার বেশকিছু লোকাল ট্রেনে রেলপুলিশ বা আরপিএফ এর অভিযান চলে। রেল পুলিশের অভিযান কালে বেশ কয়েকজন মানুষকে আটক করা হয়, যারা মাস্ক পরিধান করেননি। শাস্তি হিসেবে ৫০০ টাকা জরিমানা ধার্য করা হয় এই ব্যক্তিদের কাছ থেকে। এভাবে আজ শহরের বিভিন্ন স্থানে ও লোকাল ট্রেনে পুলিশের টহলদারি চলে।

সম্প্রতি, দেশে করোনার সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার সচেতন করা হচ্ছে। গণমাধ্যমেও মানুষকে যথেষ্টভাবে সচেতন করা হচ্ছে। কিন্তু এরপরও স্বাস্থ্যবিধি মেনে চলতে, এমনকি মাস্ক পরতেও অনীহা দেখা যাচ্ছে বহু মানুষের। অনেকেই মাস্ক ছাড়া বাইরে বেরিয়ে পড়ছেন, অবাধে জনসমাগম করছেন। যার ফলে করোনা ছড়িয়ে পড়ছে তীব্রভাবে।

বারবার সতর্ক করা হলেও, বহু মানুষের মধ্যে সচেতনতার অভাব সংক্রমণকে কয়েকগুন বাড়িয়ে দিচ্ছে, এ কারণেই এবার মানুষকে সচেতন করার দায়িত্ব নিলো পুলিশ। জানানো হয়েছে, আগামী দিনও শহরের নানা স্থানে ও লোকাল ট্রেনে এমনইভাবে অভিযান চলবে কলকাতা পুলিশ ও রেল পুলিশের। মাস্ক ছাড়া কাউকে দেখতে পেলেই, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!