এখন পড়ছেন
হোম > জাতীয় > মাস্ক না পরে রাস্তায় বেরোলেই এবার পড়তে হবে ‘অভিনব’ শাস্তির মুখে? জানুন বিস্তারিত ভাবে

মাস্ক না পরে রাস্তায় বেরোলেই এবার পড়তে হবে ‘অভিনব’ শাস্তির মুখে? জানুন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা বিধি মেনে চলার জন্য বারবার মানুষকে সতর্ক করা হয়েছে। সেইসঙ্গে মাস্ক পরা, হাত স্যানিটাইজ করা, সামাজিক দূরত্ব বজায় রাখার মত কাজ যাতে মানুষ পালন করে, সেই জন্য বারবার অনুরোধ করেছিলেন চিকিৎসক থেকে শুরু করে প্রশাসনিক উদ্যোক্তারা।

বস্তুত করোনা সারা বিশ্বে একটি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করেছে এবং এই যুদ্ধে জিততে গেলে যে অস্ত্র হিসাবে এই সর্তকতাগুলি অবলম্বন করা দরকার, সেই সচেতনতা কিন্তু এখনও তৈরি হয়নি বহু মানুষের মধ্যে। আর এক্ষেত্রে তাই মাস্ক না পরলে এবার অভিনব শাস্তির উদ্ভাবন করেছে মহারাষ্ট্র সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য, দেশে করোনার সংক্রমণ নিম্নমুখী হতে শুরু করলেও দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বরাবরই প্রথম স্থানে অবস্থান করেছে মহারাষ্ট্র। তাই মহারাষ্ট্র সরকারের এহেন পদক্ষেপ যে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অনেকখানি সাহায্য করবে, সে কথাই মনে করেছেন বিশিষ্টরা।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬লক্ষের কম হয়েছে বলে জানা গেছে। এছাড়া সাপ্তাহিক সংক্রমণের নিরিখে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নিচে নেমে গেছে বলেও জানা যায়। গতকালও তার ব্যতিক্রম হয়নি। তাই করোনা সংক্রমনের সংখ্যা কমে যাওয়ায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ লক্ষ ৮৮ হাজার ৮৫১ জনে।

তবে এমন পরিস্থিতিতে গবেষকদের কাছ থেকে করোনার দ্বিতীয় ঢেউ সম্পর্কিত তথ্য সামনে এসেছে। আর তাই এই সংক্রমণ এড়াতে এবং পরবর্তীকালেও যাতে করোনা সংক্রমণ নিম্নমুখী থাকে, তাই আগে থেকেই এমন পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছেন অনেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, মহারাষ্ট্র সরকার জানিয়েছে মাস্ক না পরে ট্রেনে উঠলে এবার থেকে ২০০ টাকা করে জরিমানা দিতে হবে মানুষকে। বস্তুত দেশের একটি বৃহৎ সংখ্যক মানুষ লোকাল ট্রেনকে অবলম্বন করেই যাতায়াত করেন। আর সেক্ষেত্রে এখনো লোকাল ট্রেন চলা শুরু না হলেও মহারাষ্ট্রে ইতিমধ্যেই লোকাল ট্রেন চালুর কথা জানানো হয়েছে।

তাই সেই সঙ্গে যাতে সাধারণ মানুষ করোনা সতর্কতা পালন করেন সেই চেষ্টাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এক্ষেত্রে নিয়ম লঙ্ঘনকারীদের কাছে যদি পর্যাপ্ত পরিমান টাকা না থাকে তাহলেও শাস্তি থেকে রেহাই পাওয়া যাবে না বলেই জানিয়েছে মহারাষ্ট্র সরকার। সেক্ষেত্রে রাস্তা ঝাঁট দেওয়ার মতো সমাজসেবামূলক কাজ করানো হবে বলেও জানা যায়।

ইতিমধ্যেই এই নিয়ম লাগু করার জন্য জিআরপিকে চিঠি দিয়ে আগামী সপ্তাহ থেকেই এই নতুন নিয়ম পালন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই ঘটনা কিন্তু মহারাষ্ট্রে নতুন নয়। এর আগেও বোম্বাইয়ের কে-ওয়েস্ট সিভিক সোসাইটি এমন কাজ করেছিল বলে জানা গেছে।

যার মধ্যে অন্ধেরি ওয়েস্ট, জুহু, ভারসোভার মত অঞ্চল ছিল বলেও জানা যায়। সেখানেও মাস্ক না পরে রাস্তায় বেরোনোর শাস্তি হিসেবে রাস্তা ঝাঁট দেওয়ানো হয়েছিল বলে জানা গেছে। তবে বেশ কিছুক্ষণ রাস্তা ঝাঁট দেওয়ার পরে সমস্ত নিয়ম ভঙ্গকারিকেই মাস্ক বিতরনের সঙ্গে সঙ্গে করোনা বিধি মেনে চলার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা যায়। তবে এক্ষেত্রে মহারাষ্ট্র সরকারের এই নিয়ম আদৌ কতটা জনপ্রিয় বা কার্যকরী হয়, এখন সেটাই দেখার অপেক্ষায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!