এখন পড়ছেন
হোম > জাতীয় > গণপিটুনি রুখতে গেলে করতে হবে এই কাজ, বিতর্ক বাড়ালেন সঙ্ঘনেতা

গণপিটুনি রুখতে গেলে করতে হবে এই কাজ, বিতর্ক বাড়ালেন সঙ্ঘনেতা

বিজেপির শাসন কালে মানুষের থেকে গরু বেশি গুরুত্ব পাচ্ছে – বিরোধীদলগুলি এমন অভিযোগ করে বারবার। গরু পাচারের শাস্তিস্বরূপ গণপিটুনি কিংবা গো-মাংস ভক্ষণে গণপিটুনির খবর ধারাবাহিকভাবে উঠে আসছে সংবাদ শিরোনামে। কিন্তু যাঁরা গণপিটুনির শিকার হচ্ছেন তাঁরা কী আদৌ সেই অপরাধের সাথে যুক্ত! নাহ, সেই বিষয়েও এখনও কোনো তদন্ত হয়নি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সম্প্রতি হরিয়ানার আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার জানালেন, গোমাংস খাওয়া বাদ দিলেই বন্ধ হবে গণপিটুনি। সোমবার ঝাড়খণ্ডেজাগরণ হিন্দু মঞ্চের সূচনা অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের এই নেতা দারিদ্র আর হিংসা রোধ করতে উপদেশ হিসেবে বললেন, ” অবশ্যই গো-রক্ষা করা এবং গোবরকে সিমেন্ট হিসাবে ব্যবহার করা উচিত। তাহলেই অভাব আর গণপিটুনিতে পূর্ণচ্ছেদ পড়বে।”
উল্লেখ্য, সম্প্রতি রাজস্থানের আলোয়ারে গোপাচারকারী সন্দেহে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের গণপ্রহারে আকবর খান নামে এক যুবকের মৃত্যু হয়। ঘটনায় স্বভাবতই সারা দেশ উত্তাল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!