এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতা এগিয়ে যেতেই ভিন্ন ছবি! ড্যামেজ কন্ট্রোলে এই পদক্ষেপ বিজেপির!

মমতা এগিয়ে যেতেই ভিন্ন ছবি! ড্যামেজ কন্ট্রোলে এই পদক্ষেপ বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করা কঠিন হলেও, বিজেপি প্রার্থী হিসেবে ব্যাপক লড়াই দিয়েছিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তবে ভোটের দিন থেকেই বিজেপির আত্মপ্রত্যয়ী মনোভাবের অভাব দেখা দিতে শুরু করে। এদিকে আজ গণনা পর্ব শুরু হওয়ার সাথে সাথেই বিরোধী প্রার্থীদের পিছনে ফেলে তড়িৎ গতিতে এগিয়ে যান শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নজর রয়েছে, মার্জিন ঠিক কতটা হয়।

এদিকে ভবানীপুর সহ রাজ্যের আরও দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিজেদের পরাজয় নিশ্চিত বুঝেই এবার কি ড্যামেজ কন্ট্রোলের রাস্তায় হাঁটল ভারতীয় জনতা পার্টি? ইতিমধ্যেই হেস্টিংসের বিজেপির নির্বাচনী কার্যালয় কার্যত শুনশান হয়ে গিয়েছে। নেতা থেকে শুরু করে কর্মী-সমর্থকদের দেখা নেই। অর্থাৎ হার নিশ্চিত বুঝেই বিজেপির এই পদক্ষেপ বলে মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ইতিমধ্যেই 26 হাজারের মতো ভোটে ভবানীপুরে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাসফুল শিবিরের দাবি, 60 হাজারের মতো মার্জিন নিয়ে জয়লাভ করবেন তৃণমূল নেত্রী। তবে যে বিজেপি এতদিন বড় বড় কথা বলেছে এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই দেওয়ার মতো শক্তি তাদের রয়েছে বলে দাবি করেছে, তাদের নেতাকর্মীরা কোথায়! এদিন বিজেপির হেস্টিংসের নির্বাচনী কার্যালয়ের সামনে গিয়ে তেমন কোনো কর্মী সমর্থকদের দেখা পাওয়া যায়নি।

যার ফলে বিশেষজ্ঞরা বলছেন, পরাজিত হওয়ার আগেই ময়দান ছেড়ে দিল গেরুয়া শিবির। এই ঘটনা থেকেই অন্তত তা পরিষ্কার বলেই দাবি একাংশের। তবে দিনের শেষে তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের চূড়ান্ত ফলাফল কি আসে এবং তাতে কতটা চাপে পড়ে গেরুয়া শিবির, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!