এখন পড়ছেন
হোম > জাতীয় > সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে এবার ‘ম্যাচ ফিক্সিংয়ের’ বিস্ফোরক অভিযোগ

সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে এবার ‘ম্যাচ ফিক্সিংয়ের’ বিস্ফোরক অভিযোগ

অনাস্থা প্রস্তাব আনার আগেই সংসদে ওয়েলে নেমে ফের শোরগোল শুরু করে এএইএডিএমকে ও টিআরএস। সূত্রের খবর এদিন অনাস্থা প্রস্তাবে বাঁধার জন্য মোদি সরকারের বিরুদ্ধে “ম্যাচ ফিক্সিং”-এর অভিযোগ তুলেছে বিরোধী দল। তবে বিষয়টি অস্বীকার করে পাল্টা বিরোধীদের ঘাড়েই দায় চাপিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিন এআইএডিএমকে নেতা তথা লোকসভার ডেপুটি স্পিকার থাম্বিদুরাই-এর কথায়, ‘কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গড়ার দাবিতে বহু আগে থেকেই আমরা সংসদে সরব।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রতিদিনই ওয়েলে নেমে সাংসদরা বিক্ষোভ দেখাচ্ছেন। অনাস্থা প্রস্তাবকে সমর্থন বা বিরোধিতা কোনও পক্ষেই আমরা নেই।’ এদিন তৃণমূল সাংসদ সৌগত রায় জানান,’লোকসভার নিয়মাবলি অনুযায়ী কোথাও বলা নেই সভায় হইচই হলে অনাস্থা প্রস্তাব পেশ করা যাবে না। তবুও এই কারণ দেখিয়ে স্পিকার মুলতুবি করে চলেছেন। চিঠি দিয়ে রুল বুকের ১৯৮ ধারার উল্লেখ করে বিষয়টি স্পিকারকে জানিয়েছি।’ বিষয়টির সমালোচনা করে রাজ্যসভার সপা সাংসদ রামগোপাল যাদব জানান,’গোটা দেশের জানা উচিত সংসদে কী চলছে। বিরোধীরা আলোচনা চাইলেও এআইএডিএমকে বিজেপি-র হয়ে কাজ করছে। এটা যে ম্যাচ ফিক্সিং, তা নিয়ে কারও মনে সন্দেহ নেই।’ এদিন লোকসভার সিপিএম নেতা পি করুনাকরণ ও মহম্মদ সেলিম বলেন,’গট-আপ গেম খেলছে বিজেপি। তুমুল হইচই সত্ত্বেও অর্থবিল যদি পাশ হয়, তাহলে অনাস্থা প্রস্তাব আসবে না কেন?’ লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল পি ডি টি আচারিয়া গোলমালের মধ্যেই অনাস্থা প্রস্তাব পেশ করার কথা ব্যক্ত করেন। অন্যদিকে বালশেখর ও অন্য আরেক প্রাক্তন সেক্রেটারির মতে কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য সভা শান্ত থাকার প্রয়োজন হয়। ওয়াইএসআর কংগ্রেসের ওয়াই ভি সুব্বা রেড্ডি ও তেলেগু দশম পার্টির থোডা নরসিংহম আবার অনাস্থা প্রস্তাবের নোটিস দিয়েছেন বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!