এখন পড়ছেন
হোম > অন্যান্য > মরণবাঁচন ম্যাচে জীবন বাজি রেখে ক্রিকেট খেলে ভক্তদের হৃদয় জিতল KKR, উজ্জ্বল প্লে-অফের আশাও!

মরণবাঁচন ম্যাচে জীবন বাজি রেখে ক্রিকেট খেলে ভক্তদের হৃদয় জিতল KKR, উজ্জ্বল প্লে-অফের আশাও!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- লাগাতার হারতে হারতে কেকেআরের এবছর আইপিএলে প্লে-অফে পৌঁছানোর ক্ষেত্রে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা। তাই গতকালের খেলা কেকেআরের কাছে করেঙ্গে ইয়া মরেঙ্গে এই রকমই হয়ে দাঁড়িয়েছিল। বস্তুত জিতলে প্লে-অফে যাওয়ার আশা থাকবে, নইলে হারলে একেবারে সবকিছুই শেষ।

এদিন রাজস্থান রয়েলসের বিরুদ্ধে সেই মতো নিজেদের সেরা খেলাটা দিয়ে কথা রাখলেন নাইট যোদ্ধারা। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে রাজস্থানের কাছে নিজেদেরকে যোগ্য হলে প্রমাণ করে দিলেন। ফলে ৬০ রানে পেছনে থেকে গেল কালকের রাজস্থান।

প্রথমেই কালকে টস জিতে রাজস্থানের অধিনায়ক স্টিভ স্মিথ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। আর প্রথম ওভারেই নিতিশ রানাকে আউট করে বেশ জোর ধাক্কা দেন কেকেআরকে। তবে সেই সঙ্গে কালকের শুভমন গিল আর ত্রিপাঠীর জুটি ম্যাচকে এক নতুন প্রাণ সঞ্চার করে। দুজনে মিলে এদিন কেকেআরের খাতায় যোগ করেন ৭২ রান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে শূন্য রানে ঘরে ফেরেন সুনীল নারিন, দীনেশ কার্তিক। ত্রিপাঠী রয়ে যান ৩৯ রান করা পর্যন্ত। তবে শেষ পর্যন্ত দলের ত্রাতা হয়ে মাঠে নামেন ইয়ন মর্গ্যান। সেখানে ৩৫ বলে অপরাজিত ৬৮ রান করে তিনি করেন ৫ টি চার এবং ৬টি ছয়ের দুরন্ত ব্যাটিং।

তবে দিন সকলের আশা পূর্ণ করে মাঠে নামতে দেখা গেছে রাসেলকেও। ১১ বলে তিনি করেন ২৫ রান। তাই নির্ধারিত কুড়ি ওভারে ৭ উইকেটে কেকেআর দাঁড়ায় ১৯১ রানে। অন্যদিকে রাজস্থান রয়েলসের যেখানে ১৯০ বা তার বেশি রান করার অভিজ্ঞতা রয়েছে, সেখানে কালকের রান তাড়া করা তাদের কাছে যে খুব একটা কঠিন ব্যাপার হবে না সেকথাও মনে করেছিলেন অনেকেই।

তবে শুরুটা কাল রাজস্থানের ভালো মতো হলেও, প্রথম ওভারের পরেই ছন্দপতন ঘটে রাজস্থানের। পরপর উইকেট পড়তে থাকে। আউট হতে থাকেন স্মিথ স্যামসন উঠাপ্পারা। এরই মধ্যে কামিন্স তুলে নেন তিন তিনটি উইকেট। অন্যদিকে, বাটলার এবং রাহুল তেওটিয়াকে ঘরে ফেরান বরুণ চক্রবর্তী।

তবে ব্যাটে গতকাল নিজেকে প্রমান করতে পারলেও কাল দুরন্ত একটি ক্যাচ ধরেন দীনেশ কার্তিক। শেষপর্যন্ত কেকেআর বোলারদের বদান্যতায় জয়ের ৬০ রান আগেই থেমে যায় রাজস্থানের রথ। এদিন কামিন্স মোট চারটি উইকেট নেন। তাই এখন প্লে অফ নাগালে আনতে অনন্তর আরসিবি–দিল্লি এবং হায়দরাবাদ–মুম্বই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে কেকেআর সমর্থকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!